To whom it may Concern: আপনেরা যারা - TopicsExpress



          

To whom it may Concern: আপনেরা যারা ফ্রেন্ড রিকু দিয়ে আবার ইনবক্সে আমাকে ভাবিস্ট বলেন !! খুব বেশি বিরক্তি নিয়ে স্ট্যাটাস টা লিখছি ! আমার আইডি, আমার প্রোফাইল, আমি আমার টাকায় চালাই ! সুতরাং,আমি কি করবো,কাকে এ্যাড করবো, কে আমার ফ্রেন্ড হবে - সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। Who the hell are u to tell me about that ??? আপনি আমাকে রিকোয়েস্ট দিয়েছেন দেখেই কি আমি নাচতে নাচতে আপনার রিকোয়েস্ট একসেপ্ট করবো ??আমার ইচ্ছে হলেই করবো আমি ,নাহয় করবো না ! আসল কথা হচ্ছে, আমি এমন কোনো কিছু হয়ে যাইনি যে, আমার লিস্টে থাকতেই হবে।আমি বিশেষ ব্যাক্তিত্ব না, যে জ্ঞানের কথা জানাবো! কবি বা লেখক ও না, যে আমার সাহিত্যকর্ম পড়বে সবাই ! আমার একান্তই ব্যাক্তিগত কি করেছি, কি খেয়েছি টাইপ স্ট্যাটাস দেখার এতো আকুলতা কেন রে ভাই ???? -_- - _- -_- আমার প্রোফাইলে কোথাও কি বলে রাখছি, আমাকে রিকোয়েস্ট পাঠান ?? এ্যাড মি !! নাকি আপনাদের ডেকে আনি আমি ??হ্যাঁ আপনার মন চাইছে, রিকোয়েস্ট দিয়েছেন।সাথে এটাও বোঝা উচিত, এ্যাড করাটা সম্পূর্ণ আমার ব্যাপার ! আপনার রিকোয়েস্ট একসেপ্ট হয়নি, তাই আপনি এসে আমাকে কথা শোনাবেন, আমার ভাব বেশি, আমি দেমাগ দেখাই - এটা কেমন কথা?? আর , এতো ভাবওয়ালা মানুষকে তাহলে পাঠান কেনো রিকোয়েস্ট ??? একটা কথা মনে রাখবেন , আপনার কথা, আপনার আচরণ - আপনার শিক্ষা আর পরিবার কেই তুলে ধরে ! সুতরাং, নিজেকে উন্নত প্রজাতির অভদ্র ইতর প্রমান না করলেই খুশি হবো !! :) :) :)
Posted on: Wed, 07 Jan 2015 08:19:43 +0000

Trending Topics



>A home is generally a place that is close to the heart of the

Recently Viewed Topics




© 2015