UC Browser দিয়ে ফেসবুকে - TopicsExpress



          

UC Browser দিয়ে ফেসবুকে সিঙ্গেল নাম ব্যবহার করুন . যে ভাবে করবেন - ১ম ধাপ : জাভা ফোনে ইউসি ব্রাউজার ডাওনলোড করেন (থাকলে ভাল- না থাকলে নামিয়ে নিন) * তারপর Menu>Settings>Network. যান! * Proxy Server সিলেক্ট করেন! * Proxy Server enable করেন! * প্রথম বক্সে নিচের প্রক্সি টা paste করেন: 202.152.6.10:8080 * সেকেন্ডে বক্সে এটা Paste করেন : m.facebook * Save, Save দিয়ে UC Browser Home Page এ আসেন ২য় ধাপ : Facebook এ Log In করেন! * পূবে Log In করা থাকলেও প্রব্লেম হবে না! * Settings & Privacy তে যান! * General এ যান! * Language এ যান! * এখানে English (US) থেকে Bahasa Indonesia সিলেক্ট করেন! * আপনার Facebook Home পেজ আসবে! ৩য় ধাপ : হয়ত একটু ভাষা বুঝতে সমস্যা হবে! তাতে কী? (আমি আছি কি করতে ) * Facebook Home পেজ থেকে (Pengaturan & Privasi) তে যান * Umum (General) সিলেক্ট করেন! * Nama (Name) সিলেক্ট করেন * Nama Depan (First Name) এ. আপনার সিংগেল নাম টা দেন! * Nama Tengah (Middle Name), Nama Belakang (Last Name), Nama alternatif (Opsional) [Alternative Name (Optional)] এই তিনটা বক্স খালি রাখবেন (আবশ্যিক) * Cantumkan ini di kronologi saya (Include this on my timeline) থেকে টিক তুলে দিন! * লাস্ট বক্সে Password. দিয়ে Simpan (Save) সিলেক্ট করেন! * দেখেন Facebook Profile Name Single word এ হয়ে গেছে! ৪থ ধাপ : আবার Facebook Home পেজে গিয়ে Pengaturan & Privasi (Setting & Privacy) তে যান * Umum (General) » * Bahasa (Language) » * এখানে Bahasa Indonesia থেকে English (US) করেন! * দেখুন আপনার ID সিংগেল নাম আছে! ৫ ম ধাপ : এখন UC Browser এ Menu. তে গিয়ে Settings থেকে Reset to Default করে দেন! আর কি? আর কিছু লাগব না! যান হইয়া গেলে যদি উপকৃত হন (লাইক-কমেন্ট-শেয়ার ) করে বন্ধুদের ও সিংগেল নাম করার সুযোগ করে দিন! পড়ার জন্য ধন্যবাদ
Posted on: Tue, 22 Jul 2014 19:29:53 +0000

Recently Viewed Topics




© 2015