Under The Skin 2014 ভালো সাই-ফাই - TopicsExpress



          

Under The Skin 2014 ভালো সাই-ফাই মুভির খরার মধ্যে মোটামুটি ভালোই লাগলো। প্রতিটা ফ্রেমই তাকিয়ে থাকার মতো সুন্দর। প্রতিটা দৃশ্যই ভিজুয়ালি বিউটিফুল। কিছুটা কুব্রিক ফ্লেভার দেয়ার চেষ্টা করছে Jonathan Glazer। যদিও কুব্রিক মাপের কাহিনীর depth বা সিম্বলিজম কোনটাই অইরকম ফুটিয়ে তুলতে পারেনাই। তারপরেও এই যুগে এইরকম surreal বানানো সাহসী উদ্যোগ বলতেই হবে। আর সবচেয়ে বড় সেনসেশন স্কারলেট জোহানসন থাকলে আর কি লাগে? :) আর কিছুদিন আগেও যারা বলছিলেন যে স্কারলেট জোহানসনকে দিয়ে আর্টফিল্ম হবে না Hitchcock, Her আর Under the Skin দেখলে তাদের মুখ বন্ধ হবে আশা করা যায়। ২০০৩ এর Lost in Translation দেখেই বুঝছিলাম ওকে দিয়েই হবে। Under The Skin 2014 এর Rotten Tomatoes স্কোর 87% fresh. My Rating 7/10
Posted on: Sat, 05 Jul 2014 10:03:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015