V-sign (ভি-চিহ্ন) জালেম - TopicsExpress



          

V-sign (ভি-চিহ্ন) জালেম সরকারের গন্ডদেশে সজোর চপেটাঘাত। ═════════════════════════════ ● V-sign (ভি-চিহ্ন) দেখিয়েছেন ট্রাইবুন্যালের দন্ডাদেশের পরে শহীদ আবদুল কাদের মোল্লা ভাই সহাস্যমুখে। ● V-sign (ভি-চিহ্ন) দেখিয়েছেন আবদুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসী কার্যকরের অল্প-পূর্বে শেষ সাক্ষাত শেষে কেন্দ্রীয় কারাগারের বাইরে গাড়ীতে বসে মোল্লা ভাইয়ের সুযোগ্যা স্ত্রী সহাস্যমুখে। ● V-sign (ভি-চিহ্ন) দেখিয়েছেন মীর কাসেম আলী ভাই, নির্ভীক ভঙ্গীতে ও সহাস্যমুখে, ট্রাইবুন্যালে তাঁর ফাঁসীর দন্ডাদেশের পরে কয়েদীর পোশাক-পরিহিত অবস্থায় পুলিশ-ভ্যানে আরোহনকালে। ● উল্লেখিত ব্যক্তিবর্গের প্রদর্শিত প্রতিটি V-sign (ভি-চিহ্ন) ছিলো জালেম সরকার ও তাদের নীল-নকশায় আয়োজিত কিলিং মেশিন, তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল-এর প্রতি বেপরোয়া চপেটাঘাত। ● এবার আসা যাক, উক্ত ব্যক্তিবর্গের প্রদর্শিত V-sign (ভি-চিহ্ন)-এর আভিধানিক অর্থ/তাৎপর্য (significane) কি, তা একটু বোঝা যাক। ★ V-sign (ভি-চিহ্ন) দুভঙ্গীতে দুঅর্থে হয়ে থাকে।---- ● (i) প্রথম ভঙ্গী, যেভাবে দেখিয়েছিলেন শহীদ আবদুল কাদের মোল্লা ও মীর কাসেম আলী ভাই। With the back of the hand facing the signer (the palm of the hand facing the observer),---- হাতের তালু বাইরের দিকে এবং হাতের পেছন-দিক চিহ্ন প্রদর্শনকারীর নিজের দিকে রেখে, the sign signifies---এভাবে চিহ্নটি বোঝায়, a symbol or gesture of victory----বিজয় প্রকাশক প্রতীক বা ভঙ্গী। ● (ii) দ্বিতীয় ভঙ্গী, যেভাবে দেখিয়েছিলেন শহীদ আবদুল কাদের মোল্লা ভাইয়ের স্ত্রী। With the palm of the hand facing the signer (the back of the hand facing the observer), ---- হাতের পেছন-দিক বাইরের দিকে এবং হাতের তালু চিহ্ন প্রদর্শনকারীর নিজের দিকে রেখে, the sign signifies---এভাবে চিহ্নটি বোঝায়, a symbol or gesture to express extreme contempt or anger towards someone---কারো প্রতি তীব্র ঘৃণা/অপমান বা রাগ প্রকাশক প্রতীক বা ভঙ্গী। ● প্রচন্ড ঈমানী-শক্তিতে বলীয়ান উপরোল্লেখিত ব্যক্তিবর্গ জালেম সরকারের চূড়ান্ত জুলুমের শিকার হয়েও নির্ভীক ভঙ্গীতে ও সহাস্যমুখে V-sign (ভি-চিহ্ন) প্রদর্শন করে যেমনি জালেম সরকারের গালে কষে চপেটাঘাত করেছেন, তেমনি আমাদের জন্য ঈমানী-শক্তির সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছেন।
Posted on: Wed, 12 Nov 2014 04:04:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015