We have repeatedly invited the BNP to sit for dialogue. We offered - TopicsExpress



          

We have repeatedly invited the BNP to sit for dialogue. We offered a big concession in proposing an all party elected interim government. We have offered the BNP to take any ministries they want in this interim government. Talks have been going off and on with the BNP. However, as expected they have resorted to their usual habit of lying. Privately they keep telling us they want to participate in the elections. Publicly they resort to violence. This is the character of the BNP. They lie, rig elections every time they are in power and kill people. Once again in the name of protests they have undertaken bomb, cocktail and arson attacks on people. They have been targeting our activists and leaders throughout the country. Our activists have been murdered, their tendons cut and many other atrocities. These arent protests. This is murder. This has to stop. All BNP-Jamaat leaders responsible for the deaths in the past two days should be arrested and brought to justice. Our elections and democracy will not be held hostage to liars, terrorists and war criminals. আমরা বারংবার বিএনপিকে সংলাপে বসবার জন্য আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। নির্বাচিত সর্বদলীয় অন্তর্বর্তিকালীন সরকার গঠনে তাদের একটি বড় ছাড় প্রস্তাব আমরা দিয়ে রেখেছি। বিএনপিকে সর্বদলীয় সরকারে তাদের পছন্দ মত যেকোন মন্ত্রণালয় নেয়ার জন্যও আমরা প্রস্তাব দিয়ে রেখেছি। বিএনপির সাথে থেমে থেমে আলোচনা চলছে। তথাপিও, তাদের কাছ থেকে প্রত্যাশিত মিথ্যাচার অব্যাহত রয়েই গিয়েছে। ব্যক্তিগতভাবে তারা আমাদের ক্রমাগত বলেই চলেছে যে, তারা নির্বাচনে অংশ নিতে চায়। অথচ প্রকাশ্যে তারা সহিংসতার পথ অবলম্বন করছে। এটাই হলো বিএনপির চরিত্র। তারা মিথ্যাচার করেই চলে, ক্ষমতায় থাকলে নির্বাচনে কারচুপি করে এবং তারা মানুষ হত্যা করে। আবারও প্রতিবাদের নাম করে তারা সাধারণ মানুষের উপর বোমা হামলা, ককটেল হামলা এবং অগ্নিসংযোগে লিপ্ত হয়েছে। সারাদেশে তারা আমাদের নেতা কর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আমাদের কর্মীদের হত্যা করা হয়েছে, তাদের রগ কেটে দেয়া হচ্ছে এবং তাদের উপর অন্যান্য অনেক ধরনের নৃশংসতা চালানো হচ্ছে। এগুলো প্রতিবাদের ভাষা নয়। এগুলো হত্যাযজ্ঞ। এইগুলো বন্ধ হওয়া দরকার। বিএনপি-জামায়াতের যেসব নেতা গত দুই সপ্তাহের এই হত্যার জন্য দায়ী তাদের সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা জরুরী। আমাদের নির্বাচন এবং গণতন্ত্র- মিথ্যাবাদী, সন্ত্রাসী আর যুদ্ধাপরাধীদের কাছে জিম্মি হয়ে থাকতে পারে না।
Posted on: Thu, 28 Nov 2013 07:45:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015