What If… পাগলখানার ভিতরে ও - TopicsExpress



          

What If… পাগলখানার ভিতরে ও বাইরে যেই মানুষদেরকে আমরা পাগল বলি, বেঁধে রাখি, পাজি ছেলে-মেয়েরা যাদের ওপর ঢিল ছুঁড়ে মারে যে এরা পৃথিবী বুঝে না, পৃথিবীর মত করে দেখে না... আসলে এরাই স্বাভাবিক ও সুস্থ যারা প্রকৃত দুনিয়াকে দেখতে পায়, কিন্তু সংখ্যায় স্বল্প বলে আমরা অস্বাভাবিক ভাবি এবং বাইরের আমরা “সুস্থ” মানুষেরাই সজ্ঞানুযায়ী আসল পাগল? আমরাই আসল পৃথিবী দেখতে পারছি না? Imagine… রাস্তা-ঘাট, বাজার-মার্কেট, সিনেমাহল-পার্ক, সকল প্রতিষ্ঠানে শুধু পাগল আর পাগল! অসংখ্য এই পাগলকে ওই জনগোষ্ঠি বুঝাতে পারছে না যে সত্যিকার অর্থে আমাদেরই মাথার তারছিড়া? Imagine… A world full of mental patients, with only a few sane people, trapped and tortured, yet they are trying to communicate with us and show the real world. IMAGINE.... O.o O.o
Posted on: Mon, 04 Nov 2013 15:03:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015