What Lies Beneath_2000 ( Drama | Horror | Mystery 6.6/10 ) 4 wins - TopicsExpress



          

What Lies Beneath_2000 ( Drama | Horror | Mystery 6.6/10 ) 4 wins & 5 nominations মুভির প্রথম আধাঘণ্টা দেখলে মনে হতে পারে rare window বা Disturbia কিন্তু না ফিনিসিং টা পুরোই ডিফারেন্ট । পুরো ছবিতেই শুরু থেকে শেষ পর্যন্ত সাসপেন্স ছিল । অভিনয় আর মেকিং দুটোই খুব ভালো হয়েছে । Harrison Ford এর মুভি সো অভিনয় নিয়ে কোন প্রশ্ন থাকতে পারে না । শেষে দারুন একটা টুইস্ট দেখানো হয়েছে আসা করি ভালো লাগবে । মুভি সম্পর্কে সামান্য কিছু কথা শুরুতেই দেখানো হয় Harrison Ford, এবং তাঁর ওয়াইফ তাদের মেয়ে বাহিরে পড়াশুনা করতে যাবে বলে তাঁকে বিদায় দিয়ে আসে । নতুন এক বাড়িতে এসেছে তারা , পুরো বাড়িতেই নায়িকা একা থাকে । হারিসন কাজে বেশিরভাগ সময় বাহিরে থাকে । তাদের পাশের বাড়িতে এক প্রতিবেশী থাকে । নায়িকা মানে হারিসন এর বউ প্রায় জানলা দিয়ে দেখতে পায় পাশের বাড়ির সেই প্রতিবেশী এর ইস্ত্রি এবং স্বামীর মাঝে ঝগড়া হয় । একদিন রাতে দেখতে পায় গভীর রাতে স্বামী একটা ব্যাগ এ কিছু ভরে গাড়ি করে কোথাও যাচ্ছে এরপর থেকে সেই প্রতিবেশী ইস্ত্রি কে আর দেখা যায় না নায়িকার ধারনা তাঁর স্বামী তাঁকে হত্যা করেছে সে একজন সিরিয়াল কিলার । হারিসন কে সব খুলে বললে সে বিশ্বাস করে না । একটা সময় নায়িকা নিজের ঘরে অদ্ভুত অদ্ভুত সব জিনিষ দেখতে পায় তাঁর ধারনা সেই প্রতিবেশী ইস্ত্রি তাঁকে দেখা দেয় । এক সময় হারিসন নায়িকা কে সাইকাট্রিস্ত দেখায় । তাতেও কাজ হয় না , এরপর নায়িকা আবিষ্কার করে সে যাকে দেখতে পায় সে আসলে প্রতিবেশীর ইস্ত্রি না অন্য এক মেয়ে । যে কিনা হারিসন এর পূর্বে গার্ল ফ্রেন্ড ছিল । এই খানে এসে পুরো ছবির মোর ঘুরে যায় । নায়িকা আবিষ্কার করতে থাকে একের পর এক রোমাঞ্চকর তথ্য । হারিসন এর পূর্বের গার্ল ফ্রেন্ড অনেক বছর আগে থেকেই মিসিং , নায়িকা এই মিসিং রহস্য খুজতে গেলে বের হয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য । হারিসন কে সন্ধেহ করা শুরু করে নায়িকা । কি হয় শেষ পরিণতি ? নিজেই দেখুন
Posted on: Fri, 09 Jan 2015 09:30:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015