What is Glass ? কাঁচ হচ্ছে এমন এক - TopicsExpress



          

What is Glass ? কাঁচ হচ্ছে এমন এক বস্তু যা না কঠিন ,না তরল বা না বায়বীয় । আসলে কাঁচ হচ্ছে একটি পদার্থের অনুসমূহের একটি বিশেষ বিন্যাস । আমরা জানি যে ,কঠিন পদার্থের জন্য কোন পদার্থের অনুসমূহের একটা নির্দিষ্ট বিন্যাস থাকে । আর ঐ কঠিন পদার্থ তরলে পরিনত হলে অনুসমূহের সেই বিশেষ বিন্যাস ভেঙ্গে গিয়ে সব এলোমেলো হয়ে পড়ে ।এই এলোমেলো অবস্থাকে থামিয়ে / স্থির করে দিলে যে গঠনের সৃষ্টি হয় তার নামই হল কাঁচ । তাই গঠনগত দিক দিয়ে কাঁচকে কঠিন পদার্থ বলে মনে হয় । কিন্তু আমরা যদি তার অনুসমূহের বিন্যাস দেখি ,তাবে তাকে তরল পদার্থ বলে মনে হবে । অথচ আসলে এটি তরলও নয় আবার কঠিনও নয় ।
Posted on: Mon, 08 Jul 2013 06:41:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015