Worlds most expensive laughter pierce Kaler Kantha - TopicsExpress



          

Worlds most expensive laughter pierce Kaler Kantha online Around the corner of the lip to reveal the Mona Lisa smile Light lasyamayi been studied for over 500 years. But this is to reveal rathi - maharathira where tired and sweat, the University of Texas Amateur Art - Historian William bharbela then, has taught the mystery of Mona Lisa smile! America Professor bharbela think, Mona Lisa is one of the sixth-century feminist women. La giokonado (in Italy) Catholic Church wanted the rights of women. As he struggles for the rights of women in a patriarchal society. According bharbelera, his face is the feminist Mona Lisa painting by Leonardo da Vinci painted the famous image. These are hidden in the Mona Lisa smile naricetana contemporary society. historian William bharbelera newly published book, The Lady spikasa: anakabharim The sikareta of the Mona Lisa wrote La giokonado was the third leader of womens rights. He had dreams of equal rights between men and women in New Jerusalem. Lady giokanado reputed business phransaseko Dell giokonadora wife, but he was living independently. Along with being the mother of five children, the vulnerable in society, women trampled Minister defendant. Everything is reflected in his smile, such claims bharbelera. Again Professor bharbela dharmiyabhababegao found in Mona Lisa smile. He said the film Mona Lisa Leonardo has used about 40 different signals. These signals are hidden in each level of the image. Mona Lisa are shown in the right context khristake Calvary scene where Jesus was crucified, in contrast alibhasa mounted on its side, the road sbargodbare. truly seeing Mona Lisa pictures write a whole book, Professor bharbela cut. When asked about this, he said, I do not want to debate with you, but without the Mona Lisa picture. Than you really ever go to Paris, the blanket condemnation Museum (where the Mona Lisa is in the picture) went to the movie with me personally., If you can not And then I do not want to see the Mona Lisa picture konaodinai. source: Zee Saudi News Banglaুনিয়ার সবচেয়ে দামি হাসির রহস্যভেদ কালের কণ্ঠ অনলাইন মোনালিসার ঠোঁটের কোনে হাল্কা লাস্যময়ী হাসির রহস্যভেদ করতে প্রায় ৫০০ বছর ধরে গবেষণা চলছে। কিন্তু এই রহস্যভেদ করতে রথী-মহারথীরা যেখানে মাথার ঘাম পায়ে ফেলে ক্লান্ত, সেখানে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অপেশাদার শিল্প-ইতিহাসবিদ উইলিয়াম ভার্বেল নিমিষেই বাতলে দিয়েছেন মোনালিসার হাসির রহস্য! আমেরিকার অধ্যাপক ভার্বেল মনে করছেন, মোনালিসা ছিলেন ষষ্ঠ শতাব্দীর অন্যতম নারীবাদী মহিলা। লা গিওকোনডো ( ইটালি ভাষায়) চাইতেন ক্যাথলিক চার্চে মহিলাদের অধিকার। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অধিকার নিয়ে তিনি লড়াই চালিয়ে গেছেন। ভার্বেলের মতে, তাঁর এই নারীবাদী মুখ প্রকাশ পাচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত তৈলচিত্র মোনালিসার ছবিতে। মোনালিসার এই হাসির মধ্যে লুকিয়ে আছে তৎকালীন সমাজের নারীচেতনা। ইতিহাসবিদ উইলিয়াম ভার্বেলের সদ্য প্রকাশিত বইয়ে দ্য লেডি স্পিকস : আনকভারিং দ্য সিকরেট অফ দ্য মোনালিসায় লিখেছেন লা গিওকোনডো ছিলেন নারী অধিকারের অন্যতম নেত্রী। তিনি স্বপ্ন দেখতেন নিউ জেরুজালেমে নারী পুরুষের সমান অধিকার। লেডি গিওকনডো নামজাদা ব্যবসায়ী ফ্রান্সসেকো ডেল গিওকোনডোর স্ত্রী হলেও তিনি স্বাধীনভাবে জীবনযাপন করতেন। একাধারে পাঁচ সন্তানের মা, আবার সমাজে অসহায়, পদদলিত নারীদের প্রতিবাদী জননেত্রী। সবকিছুই ফুটে উঠেছে তাঁর হাসির মধ্যে, এমনই ভার্বেলের দাবি। আবার অধ্যাপক ভার্বেল মোনালিসার হাসির মধ্যে ধর্মীয়ভাবাবেগও খুঁজে পেয়েছেন। তিনি জানিয়েছেন, লিওনার্দো মোনালিসার ছবিতে প্রায় ৪০ রকমের সংকেত ব্যাবহার করেছে। ছবির প্রতিটি স্তরে এই সংকেতগুলি লুকিয়ে রয়েছে। মোনালিসার ডানদিকের প্রেক্ষাপটে ফুটে উঠেছে ক্যালভারির দৃশ্য যেখানে যিশু খ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, অপরদিকে রয়েছে মাউন্ট অলিভস, তার পাশ দিয়ে রয়েছে স্বর্গোদ্বারে যাবার রাস্তা। সত্যিকারের মোনালিসার ছবি না দেখে একটা গোটা বই লিখে ফেললেন অধ্যাপক ভার্বেল। এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি আপনাদের কাছে বাকযুদ্ধে যেতে চাই না, তবে এমনি মোনালিসার ছবি দেখেছি। আর যদি সত্যিই কখনও প্যারিসে যাই, দ্য ল্যুভের মিউজিয়াম (যেখানে মোনালিসার ছবি রাখা আছে) আমাকে ব্যক্তিগতভাবে নিয়ে গিয়ে ছবিটা দেখাবে। যদি না পারেন তাঁরা, তাহলে আমি কোনওদিনই দেখতে চাই না মোনালিসার ছবি। সূত্র : জি নিউজ
Posted on: Fri, 21 Mar 2014 11:47:50 +0000

Recently Viewed Topics




© 2015