Written by:LIKER BOYবিয়ের পর স্বামী - TopicsExpress



          

Written by:LIKER BOYবিয়ের পর স্বামী স্ত্রী কবিতার মাধ্যমে ঝগড়া করছেঃ স্বামীঃ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, আগে জানলে আনতাম না ঘরে এমন ঝগড়াটে বউ।। স্ত্রীঃ নোটন নোটন পায়রা গুলি ঝোটন বেঁধেছে , আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে? স্বামীঃ ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের গাঁ, বিয়ের আগে লক্ষী মেয়ে, কিছুই চাইতো না। স্ত্রীঃ হাড়- কিপ্টা………। স্বামীঃ আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, বিয়ের পরে এখন শুধু করে যে খাই খাই।। স্ত্রীঃ ছিপখান তিন দাঁড় তিন জন মাল্লা, কি আছে কপালে জানেন শুধু আল্লাহ।। স্বামীঃ ভোঁর হল দোড় খোল খুকুমনি উঠোরে, ভালো যদি না লাগে বাপের বাড়ী ছোটরে।। স্ত্রীঃ আগডুম বাগডুম ঘড়ারডুম সাঁজে, আগে বুঝি নাই তুমি এত বাজে।। স্বামীঃ আয় বৃষ্টি ঝেঁপে ধান দিবো মেপে, আর বেশি চিল্লাইলে ধরবো গলা চেপে।। স্ত্রীঃ আগে কি বলতে মনে আছে ?? পূরণ করতে তোমার মনের সাধ, আকাশ থেকে আইনা দিমু চাঁদ।। এখন বাজার থেকে শাড়ি আনাও বাদ, কে জানত আগে, প্রেমে এত খাঁদ।
Posted on: Mon, 29 Dec 2014 03:57:58 +0000

Trending Topics



px; min-height:30px;"> Isnt it cool that having people say we met on FB is a now common
Finally, one additional way in which compassion may boost our
.. Ríe. Baila. Medita. Perdona. Perdónate. Pide

Recently Viewed Topics




© 2015