Written by Lovu[85] রাত ঠিক ১২ টা! কি - TopicsExpress



          

Written by Lovu[85] রাত ঠিক ১২ টা! কি ব্যাপার সানি? আজ না সুমাইয়াকে তোমার ফোন করার কথা? ঘড়ির কাটা আস্তে আস্তে ১২ টা পাঁচ। এখনও কোন খবর নেই সানির। অভিমানে সুমাইয়ার খুব কাঁদতে ইচ্ছা করছে! বুক ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে মেয়েটার! আজ ১৭ ফেব্রুয়ারী, তার জন্মদিন.. অথচ কোন খবর নেই সানির! এখনও সানি তাকে উইশ করেনি! অথচ সুমাইয়ার বন্ধুরা থাকে উইশ করে তার ফেসবুকের ওয়াল আর ফোনের ইনবক্স শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে! এখন প্রচণ্ড অভিমান হচ্ছে মেয়েটার! সানির সাথে সুমাইয়ার সম্পর্কটা বন্ধুত্বের না, ভালবাসার সম্পর্ক। প্রায় তিন বছর হয়ে গেছে তাদের সম্পর্কের। অথচ ভালবাসার মানুষটিই তাকে এখনো পর্যন্ত উইশ করলো না! সানি কি তাকে ইগনোর করছে? তার কাছে কি সে পুরনো হয়ে গেছে? একটুও কি ইন্টারেস্ট তার প্রতি নেই সানির? প্রচণ্ড অভিমানে সুমাইরার চোখ দিয়ে পানি টপ টপ করে পরছে। আচ্ছা! সানিরতো এবার কোন সমস্যা হল না? এমনও তো হতে পারে তার ফোনটা নষ্ট হয়ে গেছে অথবা ও সত্যিকারভাবে কোন ঝামালায় পড়েছে। তাছাড়া এখন দেশের রাজনৈতিক অবস্থাও তো ততটা ভাল না। কখন কার কি হয় একমাত্র আল্লাহই ভাল বলতে পারেন। এই ভেবে সুমাইয়া সানিকে ফোন দিল। ওয়েলকাম টিউন শুনে সুমাইয়ার সব রাগ কর্পূরের মত উরে গেল। মানুষটার জন্য ভালবাসায় সুমাইয়ার মনটা ভরে গেল। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোছনাটা আরও সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা! আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামির সম্ভাবনা! আজ জন্মদিন তোমার। এতক্ষণ কই ছিলা সানি? আমাকে কল দাওনি কেন? (আহ্লাদি সুরে সুমাইয়া কৈফিয়ত চাইল) - আসলে তোমার জন্য আমার এই ওয়েলকাম টিউনটা সেট করলাম। সানি ছেলেটা এতো রোমান্টিক কেন? সারপ্রাইজ দেয়ার কত টেকনিক ছেলেটা জানে! মনে মনে ভাবছে সুমাইয়া। ছেলেটা আসলেই অন্যরকম। খুব ভাল ভাবে সবকিছু করতে পারে। এত্ত সুন্দরভাবে কেউ বার্থডেতে উইশ করে? সুমাইয়ার জানা ছিল না! সানি আর সুমাইয়ার প্রথম পরিচয় হয়েছিল মিগ নামে একটা সাইটে। সেখান থেকে সুমাইয়ার ফেসবুক আইডি ক্যালেট করে সানিতো রীতিমত প্রায় পাগল হয়ে গিয়েছিল। ফেসবুকে সুমাইয়ার ছবি প্রথম দেখে সানির মনের ১২ টা বেজে গিয়েছিল । সে বুঝতে পারছিল না এটা মেয়ে নাকি স্বর্গের অপ্সরী! একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে? লাল রঙের ড্রেসটাতে সুমাইয়াকে যা সুন্দর লাগছিলো না! সানির কাছে মেয়েটাকে দেখে মনে হয় কোন একটা স্বর্গের দেবির প্রতিরূপ! আচ্ছা! দেবীরা কি এত্ত সুন্দর করে হাসতে পারে? দেবীদের ঠোটের কোনার মাদকতা এতোটা তীব্র হতে পারে? মনে হয় না! কথা গুলো মনের আনমনে ভাবতে থাকে সানি! অনেক চেষ্টা করে, মাথার ঘাম পায়ে ফেলেও সানি সুমাইয়াকে ইম্প্রেসড করতে পারল না! সুমাইয়ার জন্য কতো চেষ্টাই না করেছিল ছেলেটা। সানি সুমাইয়ার জন্য মিগ আর ফেসবুকে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকে কিন্তু কোন খবর নেই মেয়েটার! একদিন মিগের একটা রুমে দেখা হয় তাদের। সানি তার মনের সবকথা অকপটে বলে দেয় সুমাইয়াকে! কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না সানির! মেয়েটা উলটো তাকে অপমান করে! প্রচণ্ড অভিমানে সানি কথা বলা বাদ দেয় মেয়েটার সাথে। পরবর্তীতে সুমাইয়াকে পটানোর জন্য সানি অদ্ভুত এক টেকনিক বেছে নেয়। অনেকগুলো মেয়ের ফেক আইডি খুলল সানি। আইডির ছবি আর প্রোফাইল এমনভাবে সাজানো যে কারো পক্ষে বোঝা অসম্ভব যে এগুলো ফেক আইডি। সেই ফেক আইডিগুলো দিয়ে সানি সুমাইয়াকে এড পাঠাল। মেয়েরা মেয়েদের এড কিছু না বুঝেই এক্সেপ্ট করে। সবগুলো ফেক আইডির এড এক্সেপ্ট করলো। পরবর্তীতে সানি সেই ফেক আইডিগুলো দিয়ে সুমাইয়ার সাথে মিগ এবং ফেসবুকে চ্যাট করতে লাগলো। কয়েকটি চ্যাট এমন ছিল। ফেক আইডির মেয়ে ১ -- হাই! সুমাইয়া!! সুমাইয়া---- হাই! ফেক আইডির মেয়ে ১ -- কি কর? সুমাইয়া--- এইতো ফেসিয়াল করব ভাবছি । ফেক আইডির মেয়ে ১ -- এতো সুন্দর তুমি! অথচ তোমার রিলেশনশিপ সিঙ্গেল লিখা কেন? সুমাইয়া-- আমি আসলে ছেলেদের বিশ্বাস করি না। ফেক আইডির মেয়ে ১ -- আমিও করিনা। কিন্তু সানির মত ছেলে যদি আমাকে প্রপোজ করে আমি লাফিয়ে গিয়ে ওর সাথে প্রেম করব । সুমাইয়া-- ও মা! তাই বুঝি? সানি ছেলেটা কে? ফেক আইডির মেয়ে ১ -- আমাদের ক্লাসের ফার্স্ট বয়। এতো ভদ্র ছেলে আমি জীবনেও দেখিনি। কোনোদিন মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলেনা । সুমাইয়া -- তাই? ফেক আইডির মেয়ে ১ -- ছেলেটা এতো সুন্দর গান গায়! আমাদের ক্লাসের সব মেয়ে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে । সুমাইয়া -- তাই ? ফেক আইডির মেয়ে ১ -- আমি যাই। দেখি, সানি আমার মেসেজের রিপ্লাই দিল কিনা! মেসেজ দিতে দিতে আমি আঙুল লাল করে ফেলি, অথচ সে রিপ্লাই দেয় না। বল! আমি কি কম সুন্দরী? এরপর সানি তার আরও অনেক ফেক আইডি দিয়ে সুমাইয়ার সাথে চ্যাট করতে থাকে । চ্যাটের ফাঁকে ফাঁকে সে নিজের এভাবে গুণকীর্তন করতে থাকে! একসময় এভাবে আস্তে আস্তে সানি নামের অজানা ছেলেটার প্রেমে হাবুডুবু খেতে থাকে সুমাইয়া! সানিকে হৃদয়ের রাজকুমার বানিয়ে সুমাইয়া স্বপ্নের পসরা সাজাতে থাকে। কয়েকমাস পর সানি সুমাইয়াকে ফেসবুকে নক করলে সুমাইয়া যেন আকাশের চাঁদ হাতে পায়। নাওয়া খাওয়া বাদ দিয়ে সে সানির সাথে চ্যাট করতে থাকে। ধীরে ধীরে তারা ভালোবাসার অতল সাগরে সাঁতার না জানা শিশুদের মত হাবুডুবু খেতে থাকে। আজ সুমাইয়ার জন্মদিন। সানি সবে মেডিকেল দ্বিতীয় বর্ষে উঠেছে মাত্র। সামনে তার প্রথম প্রোফেসনাল এক্সাম। সুমাইয়া এখন পুরাণ ঢাকায়। তারও সামনে পরীক্ষা। তবে আজকে ক্লাসটা বাদ দিবে সানি। তার কাছে ক্লাসের চেয়ে সুমাইয়াই অনেক বড়! সকল ১১ টায় সানি সুমাইয়াকে কল দিচ্ছে... - হ্যালো জান। তুমি কোথাই এখন? - হ্যালো বেবি। আমি বাসায়। তুমি আজকে কলেজে যাওনি কেন? - আজিব তো তুমি! আমার কাছে তুমি না কলেজ বড়? কি করছো তুমি? - আমি পড়ছি আর ছোট বোনের সাথে টিভিতে কার্টুন দেখি। - ওহ। আচ্ছা। আজকে আমরা বাইলি রোডে দেখা করবো কিন্তু। আমি পুরাণ ঢাকা একদম চিনি না ভাল করে। তুমি কিন্তু পিঙ্ক অথবা তুমার ওই নিল ড্রেস পরে আসবা আজকে, আর আমি আমার cats eye এর তুমার ওই পছন্দের শার্টটা পরে আসব। - আচ্ছা! ঠিক আছে বাবা। কিন্তু তুমি পাঞ্জাবী পরে আসবে, ঠিক আছে? ওটাতেই তোমাকে বেশি ভাল মানায়। বাইলি রোডে কোথাই থাকবো? আর তুমি কখন আসবে? - Ok. তুমি Kfc এর সামনে দাড়িয়ে থেক। আমি যেহেতু উত্তরা থেকে যাব তাই ইনশাল্লাহ চারটার মধ্যে পোঁছতে পারব। এখন আম্মু কল দিচ্ছে। Bye জান। - Bye.... এখন ঘড়িতে চারটার উপর বেজে গেছে। সুমাইয়া তার মোবাইলটা আবার চেক করল। কিন্তু এখনও তো সানি আসছে না! kfc এর সামনে সুমাইয়া দাঁড়িয়ে আছে প্রায় ২০ মিনিট হয়ে যাবে। অবশেষে সানি ঠিক পিছন থেকে সুমাইয়ার হাতে একগুচ্ছ নীল অপরাজিতা তুলে দিল। আর মুখে তার মুচকি হাসি। খুশিতে সুমাইয়ার মন ডগমগ করতে লাগলো। সুমাইয়া পড়েছে তার প্রিয় উজ্জ্বল কমলা রঙের শাড়ি। আর সানির পাঞ্জাবিটা গাঢ় নীল। পড়ন্ত বিকেলে নির্জন পিচঢালা রাস্তায় এক জোড়া মানব মানবী হেটে যাচ্ছে । হয়ত সন্ধ্যা নেমে আসবে এখনি, আর কোন এক গাছের নিচে তারা বসবে! হয়ত সানি সুমাইয়ার কাঁধে হাত রাখবে। হয়ত সুমাইয়ার চুলের মৃদু গন্ধে সানি বিমুগ্ধ হবে! হয়ত প্রগাঢ় অন্ধকারে একজোড়া ঠোট ছুবে আরেক জোড়া ঠোট! হয়ত... (হয়তো আগুলো শুধু সপ্নেই থেকে যাবে সানির... Just I love you Sumaiya Haque!)
Posted on: Wed, 22 Jan 2014 13:58:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015