"YES WE HAVE GOT OUR 100th CONFESSION.THANKS DR.MAHAMOUDH FOR - TopicsExpress



          

"YES WE HAVE GOT OUR 100th CONFESSION.THANKS DR.MAHAMOUDH FOR GIVING SUCH A HEART TOUCHING POST. DR.ISMAT JAHAN MUNNA IS A REAL SUPERWOMAN.STILL SHE IZ IN LAB AID CARDIAC HOSPITAL.EVERYONE PLEASE PLEASE PLEASE PRAY FOR HER QUICK RECOVERY.THANKS EVERYBODY FOR BEING WITH US." ###100: -হ্যালো দোস্ত, ward এ তো ITEM আছে, তোর খাতা টা একটু দে। -আমি এখনো পড়ি নাই। তুই খাতা নিলে দিবি কখন??? এখন তো মাত্র ৩টা বাজে। -আমি ফটোকপি কইরাই দিয়া দিমু।তুই দে plz. -দেখ দেরী করবি না। আমি দারোয়ানের কাছে দিচ্ছি। তুই আধা ঘণ্টার মধ্যে খাতা দিবি। -Ok…তুই খাতাটা দে। এভাবে কতদিন যে ওকে জ্বালাইছি তার হিসাব নাই। 3rd ইয়ারে যখন পড়তাম তখন থেকেই জানতাম যে ওর একটা খুব খারাপ অসুখ আছে। SLE … শরীফ স্যার যত disease পড়াত তার বেশির ভাগের মাঝেই এই অসুখটার উদাহরণ দিত। তখন থেকেই বুঝতাম This is a master piece. আর আমার সেই বন্ধুটা এই অসুখটা নিয়া দিব্বি মেডিকেল পড়তেছে। মাঝে মাঝেই ও অসুস্থ হয়ে পড়ত। এমনও হত Ward এ ক্লাস করতে করতে ধড়াম করে পড়ে যেত। আমরা হুড়োহুড়ি শুরু করে দিতাম। এমন একটা ভয়ানক অসুখ নিয়েও ও নিয়মিত ক্লাস করত, Ward করত, আমাদের সাথে আড্ডা দিত, ফাজলামি করত।আমরা ওকে ডাকতাম মুন্না ভাই বলে। ও কখনো এ নিয়ে রাগ করত না। বিপদে আপদে ও ছিল আমার RESURVE BANK. মাসের শেষে টাকা পয়সা শেষ তো মুন্না ভাইকে ফোন। মুন্না ভাই টাকা লাগব, বাসা থেকে পাঠালেই তোকে Return করব।ও কখনো মানা করত না। সব দিক থেকে ওর কাছ থেকে Help পেয়েছি। একদিন ফাজলামি করতে করতে জিজ্ঞেস করেছিলাম কিরে বিয়ে সাদি করবি কবে? দাওয়াত খাব কবে??? ও খুব মন খারাপ করে বলেছিল,”মাহমুদ, সবই তো বুঝিস, তবে এই কথা ask করিস কেন ? নিজেরই কোন ঠিক ঠিকানা নাই। আর একজনের জীবন নষ্ট করব কেন ?” সে দিনের পর আর কোনদিন ভুলেও ওকে এই কথা ask করি নাই। Intern শেষ করে ও Dhaka চলে আসল। এক সময় আমিও। Dhaka আসার পর তেমন যোগাযোগ হত না। মাঝে মাঝে ফেবুতে Hi-hellow. ওকে দেখতাম ফেবু তে status দিত হাসপাতালের বেডে শুয়ে শুয়ে। মন খারাপ করা status. ওকে ফোন করে বকা দিতাম। ভাবতাম আজ যাব দেখতে, কাল যাব। কিন্তু যাওয়া হত না।সেদিন ল্যাব এইডে ওকে দেখতে গিয়েছিলাম।ওর করুণ মুখটা দেখে কোন কথাই বলতে পারিনি। পৃথিবীতে সবচেয়ে খারাপ রোগী কে জানেন ? যখন ডাক্তার নিজেই রোগী হয়। কারন ওর কাছ থেকে কিছু লুকানো যায় না।কোন আশ্বাস দেয়া যায় না। কারন সে সবই বুঝে। কোন মিথ্যা আশ্বাস বানীই তাকে আশ্বস্ত করতে পারে না।সেদিন আমিও তাই একটা কথাও বলতে পারি নাই।সেদিন যখন আমি CCU তে তার bed এর সামনে গিয়ে দাঁড়ালাম, মুখে OXYGEN mask নিয়েই আমাকে জিজ্ঞেস করল কিরে কেমন আছিস? আমি আর কি বলব। তারপর কিছু খুটি নাটি কথা বার্তা। ওর report গুলো দেখলাম... আর দেখলাম ওর পাশে লাগানো ECG Monitor. ECG was showing P Pulmonale. Saturation 100% with oxygen mask. ওকে বললাম কিরে saturation তো ভাল আছে তো Oxygen কেন। ও বলল Mask ছাড়া saturation 80% এ fall করে। আমি এর পর ওর report গুলোর দিকে নজর দিলাম। Echo: Rt atrial & ventricular hypertrophy with hypokinesia. EF: 40% Hb:8.4 Pulmonary pressure: 105 Hypokalemia,Hyponatremia,Hypochloremia. Subclinical Hypothyroidism, Renal Impairment, Liver Impairment, Rhematoid arthritis And at last SLE. আমি কিছুক্ষণ চুপ করে ছিলাম। তারপর আমাকে বলল, -কিরে কাল তো আশিকের বিয়ে, যাবি না? আমিতো যাওয়ার জন্য আগে থেকেই ছুটি নিয়ে রেখেছিলাম।কিন্ত দেখ, কি অবস্থা!!! আমি সত্যিই চেয়েছিলাম তুই বিয়েতে যা। কোন এক অলৌকিক উপায়ে তুই সুস্থ হয়ে যা। আবার তুই আমাদের সাথে আড্ডা দে, আবার তোকে আমরা মুন্না ভাই বলে ডাকি। স্রষ্টার কাছে প্রার্থনা করি তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। সবাই আমাদের মুন্না ভাই (DR.ISMAT JAHAN MUNNA J13) এর জন্য দোয়া করবেন। ও যেন খুব শীঘ্রই আমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসতে পারে । DR.Sheikh Mahamoudh Riyadh.
Posted on: Sun, 09 Jun 2013 19:02:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015