________চার মাসে রাষ্ট্রপতির - TopicsExpress



          

________চার মাসে রাষ্ট্রপতির চিকিৎসা ব্যয় দেড় কোটি টাকা_______ চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ-সফরে যাওয়ায় রাষ্ট্রপতির জন্য সরকারের মোট খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর গত চার মাসের মধ্যে দুইবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হয়েছে তাকে। এই দুইবারে মোট খরচ হয়েছে দেড় কোটি টাকা। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বাংলাদেশীদের চিকিৎসা বাবদ মাথাপিছু ব্যয় ২৩ ডলার। এই হিসেবে চিকিৎসার জন্য দুই দফায় বিদেশ যেতে হওয়ায় বাংলাদেশের যে টাকা খরচ হয়েছে সেই টাকায় ৩৫৬২ জন বংলাদেশীর এক বছরের চিকিৎসা ব্যয় মেটানো যায়।গত আগস্ট মাসের ২৪ তারিখ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চোখের চিকিৎসা করাতে সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি। দৈনিক কালের কণ্ঠের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর সফরকালে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা রাষ্ট্রীয় খরচ কমাতে কম দামী হোটেল ব্যবহার করেছেন। হোটেলের খাবার দামি হওয়ায় বাইরে থেকে বাঙ্গালী খাবার আনিয়ে খেয়েছেন। এমনকি নিজের সামরিক সচিব, সচিব ও ব্যক্তিগত সচিবকে নিয়ে একই গাড়িতে চড়েছেন। রাষ্ট্রপতি এগুলো সবই করেছেন রাষ্ট্রের খরচ কমানোর স্বার্থে। এমনকি রাষ্ট্রপতি নিজের পায়ে হেঁটে দোকানে গিয়েছেন। রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে রাষ্ট্রপতির এমন কৃচ্ছ্রতা সাধনের পর সফরকালে ব্যয় হয়েছে এক লক্ষ ৪ হাজার সিঙ্গাপুরি ডলার। প্রথম সফরে যেখানে ব্যয় হয়েছিল এক লক্ষ ৪৪ হাজার ডলার। দুই সফরে রাষ্ট্রপতির পিছনে রাষ্ট্রের খরচ হয়েছে ২ লক্ষ ৪৪ হাজার সিঙ্গাপুরি ডলার। বাংলাদেশের টাকায় যার পরিমাণ প্রায় দেড় কোটি।রাষ্ট্রপতির মত বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক নেতারাও চিকিৎসার জন্য সিঙ্গাপুরকে বেছে নেন। বাংলাদেশের রাজনীতিবিদদের চিকিৎসার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে সিঙ্গাপুর। By - Mujib Koyru
Posted on: Tue, 19 Nov 2013 12:00:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015