________সাধারণ - TopicsExpress



          

________সাধারণ জ্ঞান________ প্রশ্ন : ‘পরার্থপরতার অর্থনীতি’ বইটির লেখক কে? উত্তর : ড. মুহাম্মদ ইউনূস। প্রশ্ন : অতীশ দীপঙ্কর বাংলাদেশের কোন জেলার বাসিন্দা ছিলেন? উত্তর : মুন্সীগঞ্জ জেলার। প্রশ্ন : সোয়াচ অব নো গ্রাউন্ডের মানে কী? উত্তর : বঙ্গোপসাগরের একটি খাদের নাম। প্রশ্ন : দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তর : হাড়িয়াভাঙ্গা প্রশ্ন : এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? উত্তর : হালদা নদী। প্রশ্ন : সিলেট বিভাগে জেলা কতটি? উত্তর : ৪টি। প্রশ্ন : বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় ? উত্তর : নাটোর জেলার লালপুরে। প্রশ্ন : যমুনা নদী কোথায় পতিত হয়েছে? উত্তর : পদ্মায়। প্রশ্ন : “ব্রিশাইল” কিসের নাম? উত্তর : উন্নতজাতের ধানের নাম। প্রশ্ন : জাগ্রত চৌরঙ্গীর স্থপতি কে ? উত্তর : আবদুর রাজ্জাক প্রশ্ন : রকস মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর : পঞ্চগড়ে। প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণর্দৈঘ্য চলচ্চিত্র বাঁধনহারা-এর পরিচালক কে? উত্তর : এজে মিন্টু।
Posted on: Sat, 10 Jan 2015 03:52:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015