____বাংলা ছবি - TopicsExpress



          

____বাংলা ছবি অবলম্বনে____ #ভিলেন: ঐ হারামি তুই আমার প্রোঃ পিকে লাইক দিবি কি না বল? তা না হলে সবার সামনে তোর মা কে আর প্রেমিকাকে ব্লক মারমু। নায়কের #মা : না আ আ আ আ বাবা তুই ঐ জানোয়ারের পিকে ভুলেও লাইক দিবি না আজ থেকে ১৭ বছর আগে তোর বাবাকে Block মেরেছিল, আমাকে হ্যাক করলে ও তুই তার পিকে লাইক দিবি না। #নায়িকা: জান তুমি ঐ সয়তানের পিকে লাইক দিবে না। ঐ জানোয়ারের ছোট ভাই.আমাকে হ্যাক করতে চেয়েছিল, সময় মতো জুকার.না এলে আমাকে হ্যাক করে ফেলত। #নায়ক: ঐ কুত্তার বাচ্চা তুই যদি রিয়াল আইডি হস তাহলে আমার হাতের শিকল খুলে দে এমন সময় নায়কের.ছোট ভাই লাফ দিয়ে এসে #Poke করে নায়কের হাতের সিকল খুলে দিল,, →নায়ক.সবাইকে বল্ক মারবে এমন সময় জুকার বার্গ এসে হাজির #জুকার বার্গ: ব্লক নিজের হাতে তুলে নিবেন না,, আমরা অনেক দিন ধরে ওকে ডিসেবল করার জন্য খুজছি।।। ____এম_এইচ_রাজা_____
Posted on: Tue, 02 Dec 2014 10:08:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015