from Noor hasnat Bsc agril engg L-4,S-2 "বর্তমানে - TopicsExpress



          

from Noor hasnat Bsc agril engg L-4,S-2 "বর্তমানে কিছু পোলাপাইন নেশা করে মনে করে তারা খুব স্মার্ট হয়ে গেছে...নিজেকে অনেক জনপ্রিয় মনে করে... একটা অন্যরকম পার্ট পার্ট ভাব নিয়া ঘুরাফেরা করে...তবে আপনার এই জনপ্রিয়ness টা যারা নেশা করে শুধুমাত্র তাদের কাছেই... নেশা করার প্রতিযোগিতাটা শুধুমাত্র আপনাদের মধ্যেই সীমাবদ্ধ...নেশা গ্রস্ত হয়ে আপনি বাইরের জগতে একবার এসে দেখেন আপনি কতটা তুচ্ছ,কতটা ছোট,কতটা নিকৃষ্ট...নেশা আপনাদের মনুষ্যত্ববোধ, মায়া-মমতা, স্নেহবোধ, ভালোবাসা সব জ্বালায়-পুড়ায় তচনচ করে দিচ্ছে...অনেকে আছে আবার occationally নেশা করে...but নেশা নেশাই সেটা প্রতি মুহূর্তে হোক আর occationally হোক...একজনকে জিজ্ঞাস করছিলাম নেশা করলে কি হয়...সে বলল নেশা করার পর নাকি অন্যরকম একটা দুনিয়ায় যাওয়া যায়...যেই দুনিয়ায় মানুষ খালি ভাসে...একদিন ঠিক বুজতে পারবেন যেমনটা আজ ঐশী বুজতে পারছে নিজের মা-বাবাকে খুন করে...এইটা কোন দুনিয়া যে দুনিয়ায় একজন ঐশী তার মা-বাবাকে খুন করে...মা-বাবাকে খুন করতে পারেন so বন্ধুবান্ধব খুন করতে কতোক্ষন.... TVতে ঐশীর news দেখার পর যারা নেশা করেন না তাদেরকে একটা free advice দেই আর সেটা হলো আপনারা নেশাগ্রস্ত হতে দূরে থাকুন......actually নেশাগ্রস্তদের ধারা সব কিছু করা সম্ভব... for example: ঐশীযাহা বলেছি সত্য বলেছি...নেশাগ্রস্তরা মনঃক্ষুণ্ণ হলে sorry……."
Posted on: Wed, 21 Aug 2013 05:44:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015