i am honored good reads A review by Mr. Riju Ganguly - TopicsExpress



          

i am honored good reads A review by Mr. Riju Ganguly বাংলা বই-এর রিভিউ বাংলাতে হবে এটাই স্বাভাবিক, কিন্তু গুডরিডস-এ ইউরোপিয়ান ভাষার প্রাদুর্ভাব এতোই বেশি যে পৃথিবীর সর্বাধিক মানুষের বলা ভাষাদের মধ্যে ৫ম হওয়া সত্বেও বাংলা বই এখানে প্রায় নেই বললেই চলে, আর যেকটি আছে তাদের রিভিউ-ও আমার মতো অভাজনেরা অভ্যাস-বশতঃ ইংরেজিতেই করে| কিন্তু এই বইটি, মানে যেটির প্রসঙ্গে কয়েকটি কথা লেখার জন্যে এতো ভ্যাজর-ভ্যাজর জুড়েছি, সেটির রিভিউ বাংলায় না করলে মনটা জলে ইনো ঢালার পরের অবস্থার মতো থেকে যাবে, শান্ত হবে না; অতঃপর....| সায়ন্তনী পুততুণ্ড এই মুহুর্তে বাংলা ভাষায় লেখালেখি করা সবথেকে শক্তিমান সাহিত্যিকদের একজন| তাঁর কলমের জোর (সে চরিত্র-চিত্রণ-ই হোক বা বিষয়বস্তু বা কথ্য অপভাষার প্রয়োগ) সম্মন্ধে নতুন করে সেই সব পাঠক-কে কিছুই বলার নেই যাঁরা “নন্দিনী”, “ছায়াগৃহ” বা “দেশ” পত্রিকায় ওনার গল্প ও ধারাবাহিক লেখা পড়েছেন| কিন্তু এই শক্তিশালী কলমের সঙ্গে যখন একটি সরস মন ও ফুরফুরে মেজাজ যুক্ত হয় তখন যে কী দুর্দান্ত ঘটনা ঘটে তা এই বইটি না পড়লে আন্দাজ করা যাবে না| এই উপন্যাসের (নভেল্লা বলাই সংগত, বইটি এতোই ক্ষীনতনু) গল্পটা আমি বলতে চাই না, কারণ তাহলে অর্ধেক মজাই মাটি হবে| বরং এটুকু বলি যে শীর্ষেন্দুর অমর সৃষ্টি ‘মনোজদের অদ্ভূত বাড়ি’ যদি সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর টপ ফর্মে (মানে যখন তিনি ‘রসেবশে’ লিখছেন) থাকার সময়ে লিখতেন এবং তার বিভিন্ন চরিত্ররা যদি শিশু-কিশোরের স্তর পেরিয়ে প্রাপ্তবয়স্ক হতো, আর তারই মাঝে যদি মিশে যেতো বনফুলের সরস চরিত্রায়ন, Kill Bill-এর হিংস্রতা, “বাইশে শ্রাবণ”-উত্তর স্বাধীনতা-প্রাপ্ত অপশব্দ-বহুল বাংলা (ফরেন নয়, খাঁটি দিশি) এবং পলিটিক্যাল কারেক্টনেস-কে কাঁচকলা দেখানো বেশরম ‘ফিল গুড’ ভাব, তবে হয়তো এই বইটি তৈরি হতো| সঞ্জীব তেমন কোনো বই লেখেননি ভেবে আফসোস করবেন না, বরং হাতে গরম এই বইটি কিনুন ও পড়ুন| মনে আনন্দ হবে, ঠোটের ফাঁকে মুচকি বা দাঁত-দেখানো হাসি জাগবে, হয়তো বা রোমান্স-ও জেগে উঠবে, কারণ এই বই-এ একটি-দুটি নয়, তিন-তিনটি সফল প্রেমের (সাহিত্যিক-এর ভাষায় ‘পেমের’) উপাখ্যান রয়েছে| আর রিভিউ পরবেন না, এবার বইটি হস্তগত করুন| Highly Recommended. reads reads reads
Posted on: Tue, 15 Jul 2014 14:57:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015