please watch this video and see the different..........and think - TopicsExpress



          

please watch this video and see the different..........and think wht is best for you :) নিউজ ডেস্ক আরটিএনএন পরীক্ষাটা নারীদের পোশাক নিয়ে। কারণ ধর্ষণের বাড়-বাড়ন্তে বর্তমান সময়ে নারীদের পোশাক নিয়ে ব্যাপক বিতর্ক। কেমন পোশাক পরবেন নারীরা? এক্ষেত্রে শালীন পোশাকের প্রশ্ন উঠলে অনেকে এটাকে নারীর অগ্রযাত্রা আর স্বাধীনতার প্রতিবন্ধকতা মনে করেন। আর মুসলিমদের হিজাবের কথা আসলে তো কথাই নেই, মধ্যযুগীয় বলে গালাগাল। পশ্চিমা এবং পশ্চিমা ধাঁচের ‘সভ্য’ দেশগুলো তো রীতিমতো আইন করে হিজাব নিষিদ্ধ করছে। অবশ্য হিজাব এবং বোরকার মতো ইসলামে বিশেষ কোনো ‘ড্রেস কোড’ আছে কিনা এনিয়ে বির্তক আছে। কারণ কোরআন এবং সুন্নায় এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই। তবে শালীন পোশাক পরিধানের ব্যাপারে যে নির্দেশনা দেয়া আছে এ ব্যাপারে সবাই একমত। পোশাক আর হিজাব বিতর্কের মধ্যে কয়েক তরুণের উৎসুক মন নেমে গেল সরেজমিন পরীক্ষায়। এক তরুণীকে নিউইয়র্ক শহরের ম্যানহাটনের সড়কে ৫ ঘণ্টা জিন্স, টি-শার্ট আর কার্ডিগান পরিহিত অবস্থায় এবং ৫ ঘণ্টা হিজাব পরিহিত অবস্থায় হাঁটিয়ে পথচারীদের প্রতিক্রিয়া ভিডিও করেছেন তারা। উঠে এসেছে এক বিরল অভিজ্ঞতা। বাকিটা দেখুন ভিডিওতে- \\copied
Posted on: Sun, 23 Nov 2014 05:41:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015