♦plz LIKE→ BCS & MCQ TEST সাম্প্রতিক - TopicsExpress



          

♦plz LIKE→ BCS & MCQ TEST সাম্প্রতিক বিশ্ব ১. যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় করা হয় কবে? Ans ৩ সেপ্টেম্বর ২০১৪ ২. সড়ক বিভাগ-এর বর্তমান নাম কি? Ans . সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৩. জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয়কবে? Ans ৩ আগস্ট ২০১৪ ৪. জাতীয় নদী রক্ষা কমিশন-এর কার্যক্রম শুরু হয় কবে? Ans . ৩ সেপ্টেম্বর ২০১৪ ৫. বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ-এর নির্বাহী কমিটির সদস্য সংখ্যা কত? Ans:১৭জন ৬.দশম জাতীয় সংসদে বর্তমানে সরকার দলীয় হুইপের সংখ্যা কত? --৭জন ৭.ইনভেস্টমেন্ট করপেরারেশন অব বাংলাদেশ আ্ইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে? --১৬সে: ২০১৪ ৮. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর প্রথম নারী উপাচার্য কে? Ans অধ্যাপক খালেদা ইকরাম ৯. দশম জাতীয় সংসদে বর্তমানে সরকার দলীয় হুইপের সংখ্যা কতজন? Ans . ৭ জন ১০. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে? Ans . ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? Ans . ১৬টি ১২. সংবিধান (ষোড়শ সংশোধন) আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে? Ans . ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১৩. বর্তমান দারিদ্র্যের হার কত? Ans . ৩০.৭% ১৪. কোন জেলায় দারিদ্রের হারসর্বাধিক? Ans গ. কুড়িগ্রাম ১৫. কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম? Ans কুষ্টিয়া ১৬. স্কটল্যান্ড কবে যুক্তরাজ্যের সাথে অন্তর্ভুক্ত হয়? Ans . ১ মে ১৭০৭ ১৭. স্কটল্যান্ডের রাজধানীর নাম কি? Ans . এডিনবার্গ ১৮.স্বাধীনতা প্রশ্নে স্কটল্যান্ডে গণভোট হয় কবে? Ans. ১৮ সেপ্টেম্বর ২০১৪ ১৯. যুক্তরাজ্য গঠিত হয় কোন রাজ্যগুলো নিয়ে? ক. ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড খ. স্কটল্যান্ড গ. ওয়েলস Ans ঘ. ওপরের সবগুলো ২০. স্কটল্যান্ডের আইনসভার নাম কি? Ans ক. স্কটিশ পার্লামেন্ট 21.স্বাধীনতাপন্থী দলের নাম কি? Ans খ. স্কটিশ ন্যাশনাল পার্টি ২২. স্কটশি ন্যাশনাল পার্টি গঠিত হয় কবে? Ans ক. ১৯৩৪ সালে ২৩. ব্রিটিশ আইনসভার নিম্নকক্ষ হাউস অব কমন্সে স্কটল্যান্ডের আসন কতটি? Ans . ৫৯টি ২৪. বিশ্ব অর্থনৈতিক ফোরাম-এর প্রতিষ্ঠাতা কে? Ans ক্লস স্যারে (সুইজারল্যান্ড) ) ২৫. ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট কে? Ans ডোনাল্ড টাস্ক (পোল্যান্ড) ২৬. ইউরোপীয় ইউনিয়নের নতুন পররাষ্ট্রবিষয়ক প্রদান কে? Ans.ফেদেরিকা মর্গেরিনি (ইতালি) ২৭. CTBT অনুমোদনকারী দেশ কতটি? Ans ১৬৩টি ২৮. ২ সেপ্টেম্বর ২০১৪ কোন দেশ ১৬৩তম দেশ হিসিবে CTBT অনুমোদন করে? Ans . কঙ্গোপ্রজাতন্ত্র ২৯. পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কবে? Ans . ৩১ আগস্ট ২০১৪ ৩০. পল্লী সঞ্চয় ব্যাংক-এর প্রথম চেয়ারম্যান কে? Ans গ. ড. মিহির কান্তি মজুমদার ৩১. বর্তমানে দেশে বিশেষায়িত ব্যাংক কতটি? Ans ঘ. ৯টি ৩২. দেশের নবম বিশেষায়িত ব্যাংক কোনটি? Ans ঘ. পল্লী সঞ্চয় ব্যাংক ৩৩. বর্তমানে দেশে মোট ব্যাংকের সংখ্যা কতটি? Ans ঘ. ৬৩টি ৩৪. যুক্তরাজ্যের ওয়েলসে ন্যটোর২৬তম শীর্ষসম্মেলন কবে অনুষ্ঠিত হয়? Ans. ৪-৫ সেপ্টেম্বর ২০১৪ ৩৫. ২০১৬ সালে ন্যাটোর ২৭তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? Ans ওয়ারশ, পোল্যান্ড ৩৬. দশম আসেম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? Ans. ১৬-১৭ অক্টোবর ২০১৪ ৩৭. দশম আসেম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? Ans . মিলান, ইতালি ৩৮. ২৬তম অ্যাপেক শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? Ans . ১০-১১ নভেম্বর ২০১৪ ৩৯. ২৬তম অ্যাপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? Ans . বেইজিং, চীন ৪০. ২০১৪ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনের সূচকে শীর্ষ দেশ কোনটি? Ans ক. সুইজারল্যান্ড ৪১. ২০১৪ সালের বৈশ্বিক সক্ষমতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? Ans . গিনি ৪২. ২০১৪ সালের বৈশ্বিক সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? Ans . ১০৯তম ৪৪. ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে সর্বনি¤œ দেশ কোনটি? Ans ঘ. সোমালিয়া ৪৫. ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? Ans . ১৪৮ম ৪৬. ‘জয় বাংলা’ প্রামাণ্যচিত্রের পরিচালক কে? Ans ক. নাগিসা ওশিমা (জাপান) ৪৭. ২০১৮ সালের ১৮তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? Ans. জাকার্তা, ইন্দোনেশিয়া ৪৮. ২০১৪ সালের ১২তম জাতীয় অ্যাথলেটিক্সে দ্রুততম মানব ও মানবী কে? Ans ক. মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার ৪৯. ২০২০ সালে ১৬তম ইউরো চ্যাম্পিয়নশিপ Ans ঘ. ১৩টি ৫০. ২০১০ সালের ১৬তম ইউরোপ চ্যাম্পিয়নশিপেরফাইনাল কোথায়অনুষ্ঠিত হবে? Ans. লন্ডন নিয়মিত লাইক শেয়ার কমেন্ট না করলে ফেসবুকের নিয়মানুযাযী আমার পোস্ট আপনাদের ওয়ালে দেখা যাবে না । তাই লাইক ,কমেন্ট , শেয়ার করে এ্যাকটিভ থাকুন।ধন্যবাদ
Posted on: Mon, 20 Oct 2014 07:23:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015