preposition অংশ থেকে - TopicsExpress



          

preposition অংশ থেকে ‘দিক-নির্দেশনা’ ও ‘চলমান অবস্থার’ সাথে সম্পর্কিত বিভিন্ন preposition-এর বিষয়ে জানবো। সাধারণত কোনো ধরনের ‘চলাচল’ বা ‘আসা-যাওয়া’ নিয়ে কথা বলার জন্য go ও come – এই verb দুটির পর আমরা এই preposition- গুলো ব্যবহার করে থাকি। আজ আমরা চারটি preposition-এর ব্যবহার শিখব:to (প্রতি), from (থেকে), into (ভেতরে) ও out of (বাইরে)। to কোনো ব্যক্তি বা বস্তু কোনো স্থানের দিকে অগ্রসর হচ্ছে -এমন বোঝাতে আমরাto ব্যবহার করি। সাধারণত গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াতের বিষয়ে কিছু বলার জন্যto শব্দটি ব্যবহৃত হয়। to + গন্তব্য স্থান The train is going to Chittagong. Please come with me to the warehouse. from কোনো ব্যক্তি বা বস্তু কোনো স্থান থেকে আসছে -এমন বোঝাতে আমরাfrom ব্যবহার করি। সাধারণত যাত্রা শুরুর স্থান নিয়ে কিছু বলার জন্য from শব্দটি ব্যবহৃত হয়। from + যাত্রা শুরুর স্থান I took a bus from Narayanganj. Then we transport them from Tangail to Dhaka. into কোনো ব্যক্তি বা বস্তু কোনো স্থানের ভেতরে প্রবেশ করছে -এমন বোঝাতে আমারinto ব্যবহার করি। মনে রাখবেন, into হলো একটি শব্দ, দুটি নয়। into + প্রবেশের স্থান We went into the cinema and sat down. We just go out of this building and into the large building next door. out of কোনো ব্যক্তি বা বস্তু কোনো স্থান থেকে বেরিয়ে যাচ্ছে -এমন বোঝাতে আমরা out of ব্যবহার করি। out of + বের হওয়ার স্থান She took the letter out of the envelope and read it. We just go out of this building and into the large building next door. Admin, MD Obydullah pz like page The necessary English words Monetary Fund continue reading....:
Posted on: Mon, 29 Dec 2014 17:11:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015