shoulder: এসপিকে চিঠি নিহতের - TopicsExpress



          

shoulder: এসপিকে চিঠি নিহতের বৌমার Main head: এ বার খুনের অভিযোগে নাম অনুব্রতর Byline: নিজস্ব প্রতিবেদন Date and place: কলকাতা, ২৫ জুলাই, ২০১৩ Image: feed_image: hometab_intro: অভিযোগের নিশানায় ছিলেনই। এ বার সরাসরি খাতায়কলমে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নালিশ দায়ের করলেন নিহত সাগরচন্দ্র ঘোষের পুত্রবধূ শিবানী। নাম জড়ালো অনুব্রতর অনুগামীদেরও। মঙ্গলবার বিকেলে বোলপুর ডাকঘর থেকে রেজিস্ট্রি করে অনুব্রতর বিরুদ্ধে বীরভূমের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগটি পাঠান শিবানীদেবী। একই সঙ্গে ওই অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল এম কে নারায়ণন, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল, বীরভূমের জেলাশাসক ও মানবাধিকার কমিশনকে। Image Credit: বিশ্বজিৎ রায়চৌধুরী। rating: 0 অভিযোগের নিশানায় ছিলেনই। এ বার সরাসরি খাতায়কলমে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নালিশ দায়ের করলেন নিহত সাগরচন্দ্র ঘোষের পুত্রবধূ শিবানী। নাম জড়ালো অনুব্রতর অনুগামীদেরও। read more bit.ly/165ZrYK #Bangladesh #fa cebook #all
Posted on: Thu, 25 Jul 2013 04:35:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015