shoulder: কড়েয়া থানা ঘেরাও Main - TopicsExpress



          

shoulder: কড়েয়া থানা ঘেরাও Main head: ভাড়াটের মারে বাড়িওয়ালার মায়ের মৃত্যু? Byline: ডিজিটাল ডেস্ক Date and place: কলকাতা, ৭ জুলাই, ২০১৩ Image: feed_image: hometab_intro: কড়েয়ার বালু হাক্কাক লেনে বাড়িওয়ালা মহম্মদ নাসিম ও ভাড়াটে নেহাল খানের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল৷ বাড়িওয়ালার অভিযোগ, ভাড়াটে নেহাল খানকে বাড়ি ছেড়ে দিতে বলেন তিনি৷ অভিযোগ, এরপর ১৯ জুন বাড়িওয়ালার ওপর বহিরাগতদের নিয়ে চড়াও হন নেহাল খান৷ বাড়িওয়ালার পরিবারকে মারধর করা হয় বলে অভিযোগ৷ Image Credit: এবিপি আনন্দ। rating: 0 কড়েয়ার বালু হাক্কাক লেনে বাড়িওয়ালা মহম্মদ নাসিম ও ভাড়াটে নেহাল খানের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল৷ বাড়িওয়ালার অভিযোগ, ভাড়াটে নেহাল খানকে বাড়ি ছেড়ে দিতে বলেন তিনি৷ অভিযোগ, এরপর ১৯ জুন বাড়িওয়ালার ওপর বহিরাগতদের নিয়ে চড়াও হন নেহাল খান৷ বাড়িওয়ালার পরিবারকে মারধর করা হয় বলে অভিযোগ৷ মাথায় চোট পান বাড়িওয়ালার মা৷ ২১ তারিখ এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷ ২১ তারিখ কড়েয়া থানায় অভিযোগ করলেও ২৪তারিখ পুলিশ এফআইআর দায়ের করে বলে অভিযোগ৷ read more bit.ly/1bgcCsw #Bangladesh #fa cebook #all
Posted on: Sun, 07 Jul 2013 13:35:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015