varsity এর teacher দেরকে দোষ দিব - TopicsExpress



          

varsity এর teacher দেরকে দোষ দিব নাকি student দেরকে দোষ দিব নাকি নিজের ভাগ্যরে দিব বুঝতে পারছিনা। আমি যখন ই কাওরে বলি যে basic clear কর তখন ই সবাই complain করে যে sir রা নাকি কিছু পড়ায় না। তেমনি সেদিন একজন কে বললাম যে java র basic ঠিক কর। এক sir এর reference দিয়ে বললাম যে অই sir এর কাছে যাও। বা তার কাছে class করতে পারো। সে বলল - ভাই আমি অই sir এর কাছে class করেছি। sir যে কি পরিমান ফাঁকিবাজ কল্পনাও করতে পারবেন না। সারাটা mid term অই স্যার for loop পরাইসে। সে final exam এর এক সপ্তাহ আগে আমাদের কে UI এর কাজ দেখাইসে। তাইলে ভাই এবার এবার আপনি বলেন যে আমাদের basic ক্যামনে ভালো হবে। এখন এখানে যেকোনো একটা ব্যাপার হইতে পারে। এক আমি বুঝিনা যে basic মানে কি ? programming মানে কি? আর এক হইতে পারে যাদের বুঝানোর দরকার তারা ঠিক মত বুজাতে পারছে না বা বুঝাচ্ছে না। এক জন শিক্ষক তখন ই আদর্শ শিক্ষক হন যখন সে তার student দের future নিয়ে চিন্তিত থাকেন। নিজেরটা না। এটা তো গেল student দের পক্ষে কথা। এবার যদি শিক্ষকদের পক্ষে কিছু বলতে চাই তাহলে বলব যে আসলে তাদের ও দোষ দেই কিভাবে?? যে সমাজ শিক্ষকদের সন্মান দিতে জানে না, সঠিক ভাবে মূল্যায়ন করতে জানে না, শিক্ষকতা যেখানে সমাজের সর্বনিম্ন সন্মানিত পেশা সেই সমাজ কখনো শিক্ষিত জাতি দিতে পারবেনা।
Posted on: Fri, 12 Sep 2014 16:35:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015