wrestlemania xxx এর পর থেকে যে - TopicsExpress



          

wrestlemania xxx এর পর থেকে যে বিষয়টা সবথেকে বেশী আলোচিত হয়েছে সেটা হলো Undertaker এর Streak......Authority অবশ্য On Screen একবার বলেছিলো যে তারা এবারের wrestlemania টাকে স্বরণীয় করে রাখবে। এবং তারা অতি নির্মম ভাবেই স্বরণীয়। প্রকৃতপক্ষে undertaker-ই স্বরণীয় করে রাখলো স্বেচ্ছায় তার Streak টা ভেঙ্গে। আজ streak নিয়ে যখন লিখতে বসেছি তখন আরেকটু পিছনে ফিরে যাই। আপনারা জানেন কিনা জানি না,তবে এটা সত্য যে Triple H WWE এর Management এর সাথে রয়েছে 2003 থেকেই।এখন পর্দা ছিড়ে বেরিয়ে আসলো তৎকালীন Regular Wrestler থাকা অবস্থায় পর্দার আড়ালে থেকেইও বেশ ভালো মত শ্বাসন করতেন WWE কে।এদিকে 2002 তে WWE তে আসে Randy Orton নামক এক অদম্য Talented Wrestler..যার Physique,Wrestling Skill,Ability Agility ইত্যাদি দেখে Triple H এর খুব পছন্দ হয়ে যায়।ফলাফলস্বরুপ 2004 সালে Summerslam এ Chris Benoit কে হারিয়ে Randy Orton মাত্র 24 বছর বয়সে World Champ হয়ে যায়।যদিও এর পরে তাকে ভুগতে হয়েছে ক্যারিয়ারের শুরুতেই এতো বড় একটা Big Push পাবার জন্য যেমনটা কিনা এখনো অনেকের ক্ষেত্রেই ঘটছে। সে যাই হোক Triple H 2005 এর দিকে গিয়ে আরেকটা ভয়াবহ সিদ্ধান্ত নেয়।তিনি Randy Orton কে দিয়ে Undertaker এর Streak ভাঙতে চেয়েছিলেন।তিনি Undertaker কে বুঝিয়ে সুঝিয়ে রাজিও করে ফেলেছিলেন।কিন্তু বাধা দিল WWE Authority এবং স্বয়ং Randy Orton নিজে। Undertaker কে Randy অনেক সম্মান করে বলেই তার Streak টা তিনি ভাঙতে চাননি। এরপর থেকে পেরিয়ে গেলো 9 টা বছর। আর এই 9 টা বছরে Streak এর মহাত্ম অনেক অনেক বেড়ে গেছে।আর Streak টা ভাঙলো WWE এর Marcinary(ভাড় াটে গুন্ডা বা আততায়ী) চরিত্রে অভিনয় করা The Beast Brock Lesner এর হাতে।আর আমরা কম বেশী সবাই জানি যে Brock was the chosen one to break the streak by The Deadman himself...কিন্তু Brock কে দিয়ে Streak ভাঙানোর ব্যাপারে যোগ্যতার থেকেও Dedication শব্দটা উঁকি মারে বেশী।।।আমার মতে-- > যে কারণে Brock কে দিয়ে Streak ভাঙানো উচিত হয়নি---> প্রথমেই বলে রাখা উচিত যে আমি Undertaker এর সিদ্বান্তকে অসম্মান করছি না।শুধু আমার মতামত টুকুই তুলে ধরতে চাইছি। Brock একজন Extreme,Hardcore,Heavily Wrestling Skilled Wrestler.সে The Perfect Storm উপাধিটার যথার্থ অধিকারী এবং এই Nick Name টা তাকেই সব থেকে বেশী মানায় কিন্তু WWE তে Brock এর ক্যারিয়ারটা দেখুন।2000 সালে ডেবিউ করা এই রেসলার 2004 এ বিদায় নেন।এরপর 2012 তে Return করে এখনো অব্দি আছেন Part Timer হিসেবে।Brock WWE এর বাইরে যতটা সফল ভিতরে কিন্তু অতটা নয় যদিও আমাদের চোখে সেটা পড়ে না কারণ Brock Lesner নামটা শুনলেই একটা Dominating Force এর কথা মনে উঠে যায়।WWE তে অবদান বলতে তার বেশী কিছু নেই।আর রেগুলার রেসলার হিসেবে মাত্র সাড়ে পাঁচ বছরে কতই বা থাকতে পারে? এখন এই দৃষ্টিকোণ থেকেই আপনারাই বলুন Brock কে দিয়ে 21 টা Wrestlemania এর জয়কে এক ধাক্কায় ধুলিস্যাৎ করে দেয়াটা কি ঠিক হয়েছে?আর তার উপরে যেই নিম্নমানের Feud এর মাধ্যমে Streak Break করানো হলো সেটা সত্যি লজ্জাজনক। এবার আসি যেই কারণে Brock কে দিয়ে ভাঙানো উচিত হয়েছে---> আপনারা সবাই জানেন এবং এটা আমি আগেও বলেছি যে Brock WWE তে একটা আততায়ী এর Charector Play করে।এবং তাকে দিয়ে যেনো সব কিছু ভেঙে চুরে একাকার করে দেয়া হয়।আর এটা একটা করুণ সত্য যে 21 টা wrestlemania তে যেসব wrestler দেরকে Undertaker হারিয়েছে তারা কেউ-ই Brock এর মতো Realistic Wrestler না।যেহেতু ধ্বংস করার জন্যই Brock এর সৃষ্টি তাহলে আর Streak টা-ই বা বাদ যায় কেনো? এছাড়া Brock এর সাথে Undertaker এর যখন wrestlemania তে Match চলছিলো তখন এই Undertaker কে যেনো at least wrestlemania 29 এর Undertaker এর সাথেও মেলানো যাচ্ছিলো না। Contract Sign করার জন্য Undertaker যেই RAW তে Return করে তখন দেখেই বোঝা যাচ্ছিলো যে এই Legendary Player টার দিন শেষ হয়ে আসছে।সত্যিই সত্যিই তখন তাকে সদ্যই এক হাজার বছরের পুরাতন কবর থেকে তুলে আনা একজন মৃত ব্যক্তির মতো লাগছিলো।অতিরিক্ত বয়সের ভারে মুখের চামড়া কুঁচকে গেছে। Physique টা যে কতটা দুর্বল ছিলো সেটা Match এর সময় বোঝা গেছে।Brock এর সাথে Tooth and Nail fight দেখাই যায়নি যেটা কিনা আগের wrestlemania ম্যাচ গুলোতে নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিলো।এমন একটা Match এ Undertaker কে জয়ী হতে দেখা গেলে সেটা সত্যিই মানাতো কি না সেটা ঠিক এই মুহুর্তে বলবো না।তবে Match Theme অনুযায়ী প্রকৃত Result টাই এসেছে বলে মনে করি। যদি কেউ আমাকে Streak ভাঙার ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের কথা জিজ্ঞেস করেন তাহলে আমি বিনা বাক্য ব্যয়ে শুধু মাত্র এক শব্দে উত্তর দিবো ->KANE যাই হোক Wrestlemania তে 21টা জয় একটা বিশাল বড় ব্যাপার।কিন্তু তার পাশে 1 সংখ্যাটার তাৎপর্য আরো অনেক পরিধি জুড়ে বিস্তার করে। এর আগে 21 টা wrestlemania তে যা হয়নি সেটা 1 টা wrestlemania তে একজনের হাতেই সম্ভব হয়েছে।Its Brock Lesner. . . .মানুষ নিঃসন্দেহে আজীবন Undertaker কে মনে রাখবে।কিন্তু সাথে সাথে Brock এর নামটাও চলে আসবে।কারণ 21 এর পাশে একটা হাইফেন এর পর 1 অবস্থিত!! # Respect_to_Undertaker # Respect_to_Brock Thanks for reading
Posted on: Wed, 19 Nov 2014 07:31:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015