অাসুন অবৈধ সরকারকে না - TopicsExpress



          

অাসুন অবৈধ সরকারকে না বলি এই অবৈধ সরকারের অপকর্মের বিরুদ্ধে গণপ্রতিরোধ এখন সময়ের অনিবার্য দাবী। ফ্যাসিষ্টরা ইতোমধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে, সারাদেশে চলছে গণ গ্রেফতার,খুন,গু ম, নেতৃবৃন্দের উপর জুলুমবাজি। ক্ষমতা হারানোর ভয়ে একজন নিরাপরাধ প্রতিবাদী নুর হোসেনকেও ওরা সহ্য করতে পারছেনা। গণমাধ্যমে সারাদেশের অাাসল সত্য প্রকাশের ভয়ে কতিথ নীতিমালার প্রয়ােগ করে সংবাদ মাধ্যম বন্ধ ও সত্য সংবাদ প্রচার বন্ধ করেছে। কদিন পর হয়তো বা সোশ্যাল মিডিয়াও বন্ধ করবে। অামার অাশঙ্কা হয় এ অবৈধ সরকারের মেয়াদ অারো দির্ঘায়িত হলে সাধারণ মানুষের মুখে ও তালা দেবে।তাই অাসুন এ অবৈধ সরকারকে না বলি।প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি। #StepDownHasina Abdul Zabbar Central President BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
Posted on: Tue, 06 Jan 2015 12:11:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015