অকৃতজ্ঞ সমাজ... আজ এই - TopicsExpress



          

অকৃতজ্ঞ সমাজ... আজ এই মানুষটির জন্ম দিন। তাকে চিনতে পারছেন না অনেকেই। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। একজন মানুষ কতভাবে যে অবদান রেখে গেছেন আমাদের রাষ্ট্র-সমাজ গঠনে। বলছি শাহাদত চৌধুরীর কথা। মুক্তিযোদ্ধা শাহাদত চৌধুরী। বিচিত্রার সম্পাদক শাহাদত চৌধুরী। শাহাদত চৌধুরীর বিশাল কর্মযজ্ঞের কয়েকটি উল্লেখ করছি মাত্রÑ ১. শহীদ জননী জাহানারা ইমামের ‘ঘাতক দালাল নির্মূল কমিটি’ গঠনের নেপথ্যের অন্যতম প্রধান রূপকার। ২. স্বাধীনতার পর বাঙালি মধ্যবিত্তের রুচি গঠন ও বিকাশের গাইড ছিল শাহাদত চৌধুরীর বিচিত্রা। ৩. আমাদের আজকের যে দেশীয় পোশাকের বিশাল সম্ভার, তার প্রধান পৃষ্ঠপোষক শাহাদত চৌধুরী। দেশীয় পোশাক নিয়ে ‘বিচিত্রা ঈদ ফ্যাশন প্রতিযোগিতা’ শাহাদত চৌধুরীর সূচনা। ৪. ঈদ ফ্যাশন প্রতিযোগিতার সূচনা লগ্নে দেশে সেই অর্থে মডেল ছিল না। নিজের এবং আত্মীয় পরিজনের সন্তানদের দেশীয় পোশাক পরিয়ে ছবি তুলে সূচনা করেছিলেন। ৫. শাহাদত চৌধুরী এদেশে ফটোসুন্দরী প্রতিযোগিতা শুরু করেছিলেন। মৌসুমী, মৌ, পপি, অপি, কুসুম... আরও অনেকে শাহাদত চৌধুরীর আবিষ্কার। আজকে যে লাক্স চ্যানেল আই সুপারস্টারের এক ঝাঁক তারকা। সেই ফটোসুন্দরী প্রতিযোগিতারই আরেক ধাপ। ৬. খালেদ মোশারফের ২ নম্বর সেক্টরে গেরিলা শাহাদত চৌধুরী। গেরিলা তারা তিন ভাই শাহাদত চৌধুরী, ফতেহ চৌধুরী, মোরশেদ চৌধুরী। ’৭১-এ ক্র্যাক প্লাটুনের অন্যতম ঘাঁটি ছিল শাহাদত চৌধুরীদের হাটখোলার বাড়ি। ৭. শহীদ জননী জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’র পাতায় পাতায় ছড়িয়ে আছেন শাহাদত চৌধুরী। ৮. আজকের বড় বড় সম্পাদকরাও বড় সম্পাদক মনে করতেন শাহাদত চৌধুরীকে। বাংলাদেশে ‘ঈদসংখ্যা’র প্রবর্তক শাহাদত চৌধুরী। শওকত আলী, সৈয়দ হক থেকে হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল... তাদের প্রতিষ্ঠার পেছনে শাহাদত চৌধুরীর বিশাল অবদান। তাকে নিয়ে সৈয়দ হক লেখেন, ‘আমার সম্পাদক’। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘শাহাদতের কাছে ঋণী হয়ে আমরা ধনী হয়েছি।’ ৯. এই মানুষটি জন্মেছিলেন ১৯৪৩ সালের ২৮ জুলাই। আজ নিরবে-নিভৃতে কেটে যাবে তার জন্মদিনের দিনটি! কেউ স্মরণ করবেন না!! অথচ এই সমাজের লেখক-সাংস্কৃতিক নেতা, রাজনীতিক-ব্যবসায়ী প্রায় সবাই তার সিনিয়র বা জুনিয়র বন্ধু-শুভাকাক্সক্ষী। শাহাদত চৌধুরীর হাতে গড়া সাংবাদিকরা দেশে বিদেশে কতজন কত জায়গায় ছড়িয়ে আছেন। ‘শাহাদত চৌধুরীর বন্ধু’ শুধু এই পরিচয়ে কত ব্যবসায়ী, রাজনীতিবিদ সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। তারা কেউ আজ এই মানুষটিকে স্মরণ করার, শ্রদ্ধা করার প্রয়োজন মনে করেন না। এমনকি তার নিজের গড়া প্রতিষ্ঠানও না। শাহাদত চৌধুরীর স্ত্রী সেলিনা চৌধুরী, দুই মেয়ে শাশা, এষা, জামাতা সাইমন- হয়ত পারিবারিকভাবে স্মরণ করবেন এই মানুষটিকে। আমি যে কথাগুলো বললাম, কে জানে- এই অভিমান হয়ত তাদের মনেও! ২০০৫ সালের ২৯ নভেম্বর শাহাদত চৌধুরী এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ছবি : শেখ আফজালের তুলিতে এবং মেজর আখতারের ক্যামেরায় ১৯৭১ সালে শাহাদত চৌধুরী।
Posted on: Sat, 27 Jul 2013 05:57:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015