অজানা অনুভূতি গতদিনের - TopicsExpress



          

অজানা অনুভূতি গতদিনের সবগুলো অনুভূতি একত্র করে রাত দুটোর সময় লিখতে বসেছে রিফাত ছেলেটা। কারণ এইমাত্রই মেয়েটা শুভরাত্রি বলে, ইমোটা দিয়ে ঘুমুতে গেছে। রিফাতের ঘুম আসছে না কেন? সবগুলো আবেগ, অনুভূতি একবারে জড় হয়ে ঘিরে ধরেছে। মেয়েটার হিহিহি করে বারবার হাসি, অবান্তর সব প্রশ্ন আর ওর ভারী ভারী উত্তরে বুদ্ধু, হাঁদারাম বলে গালি ... ঘন্টার পর ঘন্টা চলে যায় .. হাসি থামেনা। এই মেয়েটার কি কখনও মন খারাপ হয়না? এরকম মেয়েকেই এতদিন ধরে খুঁজছি আমি? যে কিছুক্ষণ পরপর খিলখিল করে হাসবে আর বুদ্ধু বলে গালি দিবে! দ্বিধায় পড়ে যায় রিফাত ... লিখছে আর ভাবছে ... মেয়েটা বারবার কেন জিজ্ঞেস করে আমি ভালোবাসি কিনা কাউকে? - তুমি মিথ্যা বলছো। এতো ভালো লেখো তুমি .. তোমাকে তো অনেক মেয়েই পছন্দ করে .. কতশত ফলোয়ার .. -( রাগের ইমো দেয় রিফাত ) - হিহিহি! রেগে গেলে দেখেছ? আমি কত সহজে রাগাতে পারি! তুমি একটা আস্ত হাঁদা! হিহিহি - ম্যাসেজ সিন না করে চলে যায় রিফাত। এই মেয়ের সঙ্গে বেশীক্ষণ কথা বলা যায়না .. ভালোবাসতে ইচ্ছে হয় ! অনেক বড় একটা লেখা হয়ে গেছে। বৃষ্টিকে নিয়ে লিখলেই লেখাটা বড় হয়ে যায় ! ও হ্যাঁ, মেয়েটার নাম বৃষ্টি। বৃষ্টির মতোই বারবার হৃদয়কে দোলা দেয়, উন্মাতাল করে .. মনে হয় একটু ভিজি! ----- ২৫ মিনিট পার হয়নি .. বৃষ্টির মতই লাইক, কমেন্ট পড়ছে। দুশো জন মানুষের ভালো লেগে গেছে ইতোমধ্যেই। কিন্তু যাকে নিয়ে লেখা তার কি ভালো লেগেছে ? ব্যস্ত হয় রিফাত । মন্তব্য গুলোর জবাব দিতে ইচ্ছে করছেনা। অপেক্ষা করছে বর্ষার জন্য .. সে কি মন্তব্য করবে এই লেখায়? করা মাত্রই উত্তর দিবে রিফাত ! নাহ্ .. কোন মন্তব্য আসেনা বর্ষার। কিন্তু ও তো অনলাইনে আছে! তাহলে নিশ্চয়ই লাইক দিয়েছে। আর পড়লেই তো রিফাতের ফিলিংসটা বুঝে যাবে ও .. খুঁজতে থাকে বর্ষা নামটাকে ... হতাশ হয় রিফাত, বিষণ্ণ মনে ল্যপটপটা শাটডাউন করে দেয়। এদিকে বর্ষার জল বেয়ে বন্যা হচ্ছে অপর প্রান্তে। রিফাতের প্রতিটা অনুভূতি, প্রতিটা কথা ভালোলাগে বর্ষার। ওর জন্য লেখা সবগুলো পোস্ট শতবার পড়ে আর কাঁদে। মন্তব্যগুলো বারবার লিখে Backspace চেপে কেটে ফেলে ... ধরা দিতে মন সায় দেয়না .. আবার বুকটা ফেটে যায় কথাগুলোর বলার জন্য। সবকিছু চেপে রেখে হাসতে পারে বর্ষা ... ভয় হয় একবার ভালোবাসায় জড়ালে রিফাতের এই ভালোবাসা, পাগলপনা , রাত জেগে আমাকে নিয়ে লেখা এগুলো থাকবে তো? নাকি হারিয়ে যাবে অন্যদের মত !! তাই ভালোবাসি না বলেই ভালোবাসা উপভোগ করাটাই বোধহয় শ্রেয়. .. অন্তত ভালোবাসা হারানোর দুঃখ পেতে হয়না .. আবারও চোখে জল এসে গেছে ! এগুলো বড্ড বেয়াড়া । যখন তখন হিসেবে না করেই চলে আসে ... --- এর মধ্যেই রিফাতের হঠাৎ ম্যাসেজ দেখে বর্ষার পৃথিবীটা থমকে গেছে কয়েক মুহূর্তের জন্য .... কি বলবে বুঝতে পারছেনা ! এই শব্দটুকু শোনার জন্যই কি এতোদিন অপেক্ষা করছিলো সে ! ... : ডু ইউ লাভ মি? জাস্ট একটা উত্তর চাই.. ইয়েস অর নট। কি উত্তর দেবে বর্ষা? ওঁর কি সত্যিটা বলা উচিৎ নাকি ... কিছু ভাবতে পারেনা ও .. হাত চলে যায় কিবোর্ডে .. : নো আই হেট ইউ ! এইটুকু বলতে এতোদিন কেন লাগলো কেন হাঁদারাম? এবার লাভ ইমোটা ব্যবহার করেছে বর্ষা .... . লেখাঃ স.ম. ফাহিম আহমেদ
Posted on: Thu, 04 Dec 2014 12:47:12 +0000

Trending Topics



and
*France. Exposition : Interview de Francis Duranthot / Prix La
«»*»BOLO NA TUMI
VIENDO MAS ALLA DE LAS PAREDES Y LAS BARRERAS DE LA VIDA
Por favor, coloca el puntero del ratón encima de mi nombre (sin
One hour left to use CYBERMON60 to save 60%!! Youll only see 60%

Recently Viewed Topics




© 2015