অডিশনের নামে প্রতারণার - TopicsExpress



          

অডিশনের নামে প্রতারণার খবর নতুন নয়। হরহামেশাই হচ্ছে। মধ্যবিত্ত সুযোগসন্ধানী তরুণীরা বিশেষ করে এই ফাঁদে প্রতিনিয়ত পা দেয় হয়রানির শিকার হচ্ছে। যে কেউ আজকাল মুভি বানাবে বলে অডিশনের বিজ্ঞাপন ছেড়ে দেয়, আসলে সেগুলা সুন্দরী মেয়েদের কন্টাক্ট নাম্বার আর বন্ধুত্ব পাতানোর ধান্দা ছাড়া কিছু না। জাপানিজ ফিল্ম Audition এ এমনই কিছু দেখা যায়, কিন্তু সম্পূর্ণ ভিন্ন অ্যাঙ্গেলে। পুত্রসন্তান রেখে স্ত্রী মারা যাওয়ার অনেক বছর পরে আইয়মা মনস্থির করেন তিনি আবার বিয়ে করবেন। ছেলে বড় হয়েছে, সেও তার মেয়ে বান্ধবী নিয়ে এসে বাসায় প্রায়ই। ছেলেও চায় বাবা বিয়ে করুক। ফিল্ম প্রযোজক বন্ধুর পাল্লায় পড়ে তারা একটা অডিশন এরেঞ্জ করে, ইন্টেনশন একটাই - নায়িকা নয়, বরং জীবনসঙ্গিনী বেছে নেয়া। এভাবে আইয়মার মনে ধরে একজনকে - আসামি। স্বল্পভাষী বাকিদের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। প্রেমে পড়ে যায় আইওমা পুরাই, কিন্তু তার প্রযোজক বন্ধুর কেন জানি পছন্দ হয়না আসামিকে। সে কয়েকবার হুঁশিয়ারও করে যে খোঁজ খবর নিয়ে এমন কাউকে পায়নি যে আসামির ব্যাপারে নিশ্চয়তা দিবে। কিন্তু আইওমা অন্ধের মত বিশ্বাস করে এবং অডিশনের বাইরেও সম্পর্ক গড়ে তোলে আসামির সাথে। আর অডিশন? ফিল্ম? মিথ্যা করে বলে যে ফিল্মটা ক্যান্সেল হয়ে গেছে। এটা একটা ভন্ডামি, কিন্তু আইওমাকে আপাত দৃষ্টিতে ক্ষমা করে দেয়া যায়, বেচারা একা মানুষ, বিয়ে করতে চাচ্ছে তাই এই পথের আশ্রয় নেয়া। কিন্তু মেয়েগুলার দিক থেকে চিন্তা করলে আইওমা কিধরনের মানুষের মধ্যে পড়ে? Audition এমন একটা সাইকোলজিক্যাল হরর যেটা শেষ হওয়ার পরেও অনেক ভাবাবে। শুরুতে ড্রামা আর অডিশনের কিছু হাশ্যরশ মুহূর্ত থাকলেও দ্বিতীয় ভাগে মুভির রং পুরাই পাল্টাতে শুরু করে। একটা রহস্যের ঘেরাটোপে আটকে যায় মূল চরিত্র আইওমা। আমি এরকম হরর মুভি দেখেছি বলে মনে পড়েনা, যার শুরু, ট্রিটমেন্ট কোন কিছুই হররকে ফোকাস করেনা। কিন্তু লাস্ট থার্ডে লোমহর্ষক কিছু দৃশ্যের অবতারণা হয়, যা একা দেখা প্রায় অসম্ভব। কোন অশুভ শক্তি নয়, নয় কোন জাম্প-স্কেয়ার। একটা অস্বস্তিকর অনুভূতি। Audition is a delight for Lovers of Twisted Horror Lovers!! ক্লাইম্যাক্সে একটা ৮ মিনিট লম্বা টর্চার দৃশ্য মুভির হাইলাইট। মুভিতে টর্চার অনেক দেখেছি, অডিশনের টর্চার মেমোরেবল। kire kire kirekirekirekire kirekire মানে deeper deeper deeper ঐ নির্মম কণ্ঠ মাথা থেকে সহজে যাবেনা। যাবেনা আসামির পাস্টের কিছু দৃশ্যাবলী। জাপানিজ হরর দেখা মাত্র শুরু হল। এই লেভেলের মেকিং আর সাইকোলজিক্যাল হরর হলে Its gonna be one hell of a ride! অডিশন কোন ভায়লেন্ট মুভি না, এটা more of an eerie film, disturbing reality of human mind, সামথিং যাহাই দেখা যায় তাহাই সত্যি নহে, আরও ভাবুন। মুভিটার প্রতিটা দৃশ্য মনোযোগ দিয়ে দেখতে হবে, কিছু ড্রিম সিকোয়েন্সের ইঙ্গিতও স্পষ্ট, পরিচালক ওগুলা দিয়ে চরিত্রের মানসিকতাকে ফোটাতে চেয়েছেন, ভালো করলে খেয়াল করলে আপাত দৃষ্টিতে যাকে মনস্টার মনে হচ্ছে, পরে তাকেই ভিক্টিম মনে হবে, যে হয়ত শুধুই প্রতিশোধ নিয়েছে। Audition দেখার পর you will think twice before bluffing a woman. দারুণ ফিল্ম! ৭.৯/১০
Posted on: Fri, 03 Oct 2014 06:07:21 +0000

Trending Topics



" style="margin-left:0px; min-height:30px;"> Top 10 Robin Williams movies: 10. The Adventures of Baron
Black Friday and Cyber Monday Deals Control, Hot Surface Ignition,

Recently Viewed Topics




© 2015