অতঃপর ভালবাসা.. . . . ~কি - TopicsExpress



          

অতঃপর ভালবাসা.. . . . ~কি ব্যাপার এমন হাড় কাপানো শীতে শুধু একটা শার্ট পড়ে এসেছিস ! ~আরে ঘুম থেকে উঠে মনে ছিল না । প্রথমেই ভুল বললি এটা হাড় কাপানো শীত না । ~জি না ,ভুল বলি নাই ।এটাই তো শুনি । ~হাড় কিভাবে কাঁপে জানিস ! কাঁপে দাঁত ।বল যে দাঁত কাপানো শীত.. ~হয়েছে হয়েছে কম্পিত দাঁত দিয়ে দাঁত কাপানো শীতের বর্ণনা দিতে হবে না ।আয় আমার চাদরটা শেয়ার করে বস... ~আরে না ।শীত নাই তো ।শীতের সময় দাঁত কাপানো একটা স্টাইল ।সেটাই করছি ! ~দেখ ,তোর কিন্তু এমনি সাইনোসাইটিস এর সমস্যা । বেশি ঠান্ডা লাগলে সমস্যা বাড়তে পারে । ~কিছু হবে না । ~তুই কি লজ্জা পাচ্ছিস ! ওরে কে কোথায় আছিস রে দেখে যা ,দেখে যা অবলা শিশু বড় হয়ে গিয়েছে ! ~উফফ তুই না কি যে ,দে চাদর শেয়ার করি... ভার্সিটির লাইব্রেরীর বারান্দাটাতে শীতের সাত সকালে বসে আছে দুটি প্রাণী । একজন রাজ অন্যজন কথা ।দুজনের জন্ম কর্ম সব এক ।স্কুল এক ,কলেজ ,ভার্সিটি ,বাসা সব এক । শুধু দুজন দু বাপ মার সন্তান ।তাদের মাঝে পার্থক্য একটাই রাজ অফিসিয়ালি একজন ছেলে আর কথা অফিসিয়ালি একজন মেয়ে । অফিসিয়ালি বললাম একারণে যে রাজ একজন ছেলে হলেও ভার্সিটিতে উঠে তার পুরুষ সত্ত্বাটুকু এখন জেগে উঠেনি আর একইভাবে কথারও নারীসুলভ আচরণ গুলো ফুটে উঠেনি ।এর যোগ্য প্রমাণ উপরের কথোপকথনটিই... . . . রাজ সবসময় কথার মাথার উপর থাকে কারণ কথারা থাকে তিনতলায় আর রাজরা থাকে চার তলায় ।।। দুজনের ঘুম ভাঙ্গে দুজনের ফোন পেয়েই ।ঘুম ভাঙ্গার পর থেকে সারাদিন মোটামুটি তারা একত্রেই থাকে । তাদের একত্রে সব কিছুকে কেউ কোনদিন বাঁকা চোখে দেখে না কারণ তারা দুজন অসভ্যকাল থেকেই একে অপরের জানে জিগারের বন্ধু... . . . শাস্ত্রমতে একটা ছেলে আর একটা মেয়ের মাঝে কখনোই গভীর বন্ধুত্ব সৃষ্টি হতে পারে না । যদি তা সৃষ্টি হয়ও তবু তা বন্ধুত্বের পর্যায়ে পড়ে না ।হয় ছেলেটা মেয়েটার প্রতি দূর্বল থাকে নয়তো মেয়েটা দূর্বল থাকে ছেলের উপর ।এই দূর্বলতাটা অনেকেই প্রকাশ করে না ,বুঝতে দেয় না ।কথা আর রাজের ক্ষেত্রেও এর কোন ব্যাতায় ঘটে নি ।কথা ভালবাসে রাজকে ।কিন্তু তার ভালবাসাটা অব্যক্ত ভালবাসা । যা কোনদিনই প্রকাশ পাবার নয় । অন্যদিকে কথা এর কথার সূত্র ধরে বলা চলে রাজ ভালবাসা কি সেটাই বুঝে না... . . . বাড়ির সামনের রাস্তা দেখলে যেমন বাড়ি কেমন তা বোঝা যায় তেমনি রাজও কথার চোখ দেখে বুঝতে পারে কথা থাকে তাকে ভালবাসে । কিন্তু রাজ চায় না কথা এ কথা জানুক ।কারণ ভালবাসার মাঝে অনেক কিছু হারানোর ভয় থাকে যা বন্ধুত্বের সম্পর্কে থাকে না ।রাজ চায় না সে কথাকে হারাতে ,সে চায় কথা নীরবে নীরবে তাকে ভালবেসে যাক এবং সেও নীরবে নীরবে ভালবাসাটা অনুভব করে যাক... . . . ভার্সিটিতে পড়লেও পড়াশোনায় খুব সিরিয়াস রাজ ।সে যখন একদিন রাতে পড়ছে তখন হঠাৎ তার ফোনটা বেজে উঠে ।রাত বাজে সাড়ে দেড়টা !এমন সময় কেউ তো তাকে ফোন দেয়ার কথা না.. ~কি করছিস রাজ ? ~কি ব্যাপার কথা তুই এত রাতে কল দিলি যে !কোন প্রবলেম ? ~না এমনি ।কেন পড়ার ডিসটার্ব করলাম নাকি রে ??? ~না তা না ,বল কি বলবি... ~একটু ছাদে আসতে পারবি রাজ ?? ~কেন এত রাতে ছাদে কেন ??এত রাতে আমাদের দুজনকে একসাথে ছাদে দেখলে মানুষ খারাপ কিছু ভাবতে পারে ! ~আরেব্বাস .তুইও খারাপ কিছু বুঝিস !খারাপ কিছু কি রে ,একটু বুঝাবি ??? ~দাড়া এসে বুঝাচ্ছি... . . . হিমালয় থেকে আসা উত্তরী হাওয়া ছাদে দাড়িয়ে থাকা কথা আর রাজকে বার বার কাপিয়ে দিচ্ছে...দুজনই চুপচাপ দাড়িয়ে আছে ।কারো মুখে কোন কথানেই... . . ¤হঠাৎ কথা রাজকে বললো , ভালবাসিস আমাকে ? ।রাজ শুধু মাথা নাড়তেই কথা হুট করেই তার তৃষ্ণার্ত ঠোঁট জোড়া দিয়ে রাজের ঠোটগুলোকে পিষ্ট করল... . . . ¤ ~ঐ রাজ ।চুপ করে দাড়িয়ে আছিস কেন !কিছু ভাবছিস ? ...কথার ডাক শুনে সম্বিত ফিরে পেল রাজ ।কল্পনা থেকে এক লাফে বাস্তবে এসে দাড়ালো রাজ । ছিঃ ছিঃ কি ভাবছি আমি ! ~বিড়বিড় করে কি বলছিস রাজ ? ~না না কিছু ভাবছি না ।এত রাতে কেন ডেকেছিস সেটা বল.... ~আমি একজনের প্রেমে পড়েছি রাজ । ~কি বলছিস কথা এসব তুই ! তা সে কোন পোড়া কপালী ছেলে যে তার ভাগ্যে তোর ভালবাসা জুটলো ? [ মনে মনে রাজ নিশ্চিত যে ছেলেটা সে ইইই... ] ~বললে বিশ্বাস করবি তুই ??? ~করবো না কেন ।কথারাণীর কথা কি অবিশ্বাস করা যায় ? ~ছেলেটাকে তুই ভালভাবেই চিনিস । আমার বন্ধু ,তোরও বন্ধু ।তার সাথে অনেক আগে থেকেই পরিচয় । অনেকদিন আগে থেকেই বলতে চাচ্ছি ।কিন্তু পারছি না !তুই একটু বলে দে না ? ~[উত্তেজিত] তা এতদিন বলিস নি এখন বলতে চাচ্ছিস কেন ?আর ছেলেটা কি তোকে ভালবাসে ? ~হুম বাসে ।এতদিন বলি নি কারণ এতদিন কারো বুকে মাথা রাখতে ইচ্ছে করতো না । এখন কারো বুকে মাথা রেখে স্বপ্ন দেখতে ইচ্ছে করে... ~[ উত্তেজিত উত্তেজিত এবং উত্তেজিত ]তাহলে আমাকে বলছিস কেন ।ঐ ছেলেকেই বল... ~আরে বুদ্ধু মেয়েরা নিজের ভালবাসার কথা মুখ ফুটে বলতে পারে না ।তুই বলে দিবি । ওকে ? ~ওকে ~ছেলেটা হচ্ছে.. ~আরে বাবা ,বল... ~ছেলেটা হচ্ছে আরাফাত.. ....কথাটা শুনামাত্র রাজ চমকে উঠলো ।কারণ সে ভেবেছিল ছেলেটা সে হবে ।প্রবল চমকিত হয়ে কিছু না বুঝেই রাজ তার ডান হাত দিয়ে কষে একটা চর বসিয়ে দিল কথার বাম গালে... ~ঐ কুত্তার বাচ্চা ,তুই এই কাইল্লা ভূতটার প্রেমে পড়ছিস ! আমারে দেখস না ,আমি যে তোরে ভালবাসি তা জানস না ! . . . নিউটনের গতির তৃতীয় সূত্র মোতাবেক প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে । কথা আবার তার প্রমাণ দিতেই বাম হাত দিয়ে কষে একটা থাপ্পড় মারলো রাজের ডান গালে... ~কুত্তার বাচ্চা হোল টু দি পাওয়ার কোটি কোটি ,ছেলেটার নাম আরাফাত ইসলাম রাজ ।আমি তোরেই ভালবাসি ।নামটা শেষ করার আগে মারলি কেন ? . . . স্থির হয়ে রাজ দাড়িয়ে আছে ডান গাল ধরে আর কথা দাড়িয়ে আছে বাম গাল ধরে । . বাঘ যেমন হরিণের উপর ঝাপিয়ে পড়ে তেমনি রাজও ঝাপিয়ে পড়লো কথার উপর । সর্বশক্তি দিয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে..অতঃপর অবশেষে তাদের ঘুমন্ত ভালবাসাটা জেগে উঠলো ।আর ঘুমন্ত কোনকিছু জেগে উঠলে কি হতে পারে তা কারও অজানা থাকার কথা না.. চলতে থাক তাদের প্রেমলীলা । চলুন আমরা মানে মানে কেটে পড়ি ।বুঝেনই তো আধুনিক পুলাপান !!! . . লিখা >মহাকালের সৈনিক
Posted on: Thu, 22 Jan 2015 05:52:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015