অধিনায়ক মুশফিকের একটা - TopicsExpress



          

অধিনায়ক মুশফিকের একটা ইংরেজী ডায়লগ আমার কাছে বেশ ভাল লাগে। যখন কোনো ম্যাচের শেষে পুরুস্কার বিতরণীতে কমেন্টটর মুশফিককে ডেকে প্রশ্ন করেন? তখন মুশফিকের একটা সিম্পল ইংরেজী ডায়লগ আছে। জানেন কি? .. Yaah....... Definitely .. যা আমার কাছে বেশ ভাল লাগে। গতকালের ম্যাচ শেষে পুরুস্কার বিতরণীতে শুনলাম মুশির সেই Yaah Definitely। Definitely বলতেই বুঝায় অবশ্যই আমরা আগ্রহভরে কিছু করেছি, করব, করে দেখাব। Yah.....Definit ely অধিনায়ক এমনি হয়া উচিত। মুশফিকের জন্য Definitely ২২২ লাইক হবে।?? #plabonkhan
Posted on: Mon, 04 Nov 2013 17:18:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015