অনেক অনেক ধন্যবাদ - TopicsExpress



          

অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, দেশা-দ্যা লিডার ফিল্মের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, গত একটি বছর আলোচনায় ছিল এই ফিল্মটি। পোস্টার, টিজার, গানের চিত্রায়ন থেকে শুরু করে সকল প্রমোশন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে , যেহেতু এটি একটি বাংলাদেশের ফিল্ম সেই ক্ষেত্রে বাংলাদেশের ফিল্ম এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারছে :-) :D . বাংলাদেশের ফিল্মের future নিয়ে নতুন করে আপনাদের ভাবনায় পরিবর্তন এনেছে । যাদের সেতুবন্ধন ছারা দর্শকদের আর আমাদের এই সম্পর্ক তৈরি হতো না তারা হচ্ছেন সাংবাদিক। প্রচারণার সকল মাধ্যম থেকেই আমরা সবার যথেষ্ট সহযোগীতা পেয়েছি। আমাকে আর দর্শকদের কে উৎসাহিত করতে কোন কার্পণ্যতা রাখেনি তারা। আপনাদের যাদের ফিল্মটি দেখার ইচ্ছা আছে দয়া করে কেউ অতিউসাহি হয়ে সিনেমা হলে যাবেন না। এইটা ৮-১০ ফিল্মের মতোই। উন্নতি ও ভালো লাগানোর চেষ্টা চোখে পরবে, আর চেষ্টা চোখে পরা মানেই কিন্তু কাজটা সম্পূর্ণ না, এইটা আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতার অভাব, এবং আমার অপারগতা। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে ফিল্মটি দেখবেন। আপনাদের চাওয়া আর না চাওয়ার মাঝেই আমার ফিল্ম ক্যারিয়ারের আগামী । Jaaz Multimedia & Abdul Aziz sir, ধন্যবাদ আমাকে নতুন একটা identity দেওয়ার জন্য। দেশা-দ্যা লিডার টিমের সকল টেকনিশিয়ান ও কলা-কৌশলীদের অগ্রিম শুভেচ্ছা। বিশ্বাস রাখুন দর্শকদের উপর। তারা আমাদের চিন্তার চেয়েও অনেক এগিয়ে। দিতে পারলে তারা নিতে পারে। All the best……. দেশা-দ্যা লিডার শুভমুক্তি ২৬ ডিসেম্বার । 
Posted on: Tue, 23 Dec 2014 22:04:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015