অনেক আহ্লাদের একটা কাজ, - TopicsExpress



          

অনেক আহ্লাদের একটা কাজ, অনেক যন্ত্রনা সহ্য করেও শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন করতে পেরেছি। বহু রাগ, অভিমান আর ক্ষোভে ভরা এই বিনোদিনীর কাজ শেষ করার আগে বন্ধ করে দিতে হয়েছিল, অবহেলায় মেমরি ক্রাশ করার পরও নিছক ভাগ্যের জোরে আবার পূনরুদ্ধারের হয়েছে। আমি জানি হয়তো এই বিনোদিনীর উপর এখনো অনেকের আক্রোশ বহমান। দুঃখিত!! তাতে আমার কিছু করার নাই, সত্যিই।। কোন কারিগরই চায়না তার সৃষ্টি অবহেলা আর অযত্নে পড়ে থাকুক, তাই খুব শিগ্রই মুক্তি দিয়ে মুক্ত করতে চাচ্ছি বিনোদনীর বাঁধন।। আশা করছি সাথেই থাকবেন। অনেকেই অনেক আগ থেকেই কাজটা দেখতে চেয়েছেন, সবাইকে হয়তো শেয়ার করতে পারছি না। তাই আগেই ট্রেইলারটা দিয়ে টোকা দিয়ে গেলাম। বিনোদিনী সকলের দ্বারপ্রান্তেই এসে গেছে প্রায়...!!!!
Posted on: Tue, 21 Oct 2014 06:23:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015