অনেকেই ভাবছেন এই - TopicsExpress



          

অনেকেই ভাবছেন এই ভাস্কর্য গুলোর ছবি কেন পোস্ট করলাম ? এগুলো তো বিরামপুরে নাই ! তবে হাঁ, যিনি এগুলো নঁকশা করেছেন তিনি হলেন শিল্পী নিতুন কুন্ডু। অনেকেরই কাছে নিতাই দা। এদেশের সচেতন সকল মানুষ তাকে চিনে, জানে। চিত্র শিল্পী নিতুন কুন্ডু আমাদেরই দিনাজপুর জেলা শহরের বড়বন্দর এলাকায় ১৯৩৫ সালের ৩ই ডিসেম্বর জন্ম গ্রহন করেন ৷তাঁর সৃষ্টি চিত্রকর্মের প্রতিভাময়,সুখ্যাতিময় বিশাল বর্নাঢ্য জীবনী সামান্য ফেসবুকে লিখে শেষ করা যাবে না ।তাঁর তিনটি বিখ্যাত ভাস্কর্য এখন দেশ ছাড়িয়ে দেশের বাইরেও আলোচিত ৷ ঢাকায় কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের মোড়ে সার্ক ফোয়ারা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবাস বাংলাদেশ আর চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে সাম্পান৷তাছাড়াও দেশ সেরা অটবি ফার্নিচার (OTOBI FURNITURE) এর মালিক হলেন আমাদের দিনাজপুরের এই সন্তান।১৫ ই সেপ্টেম্বর, ২০০৬ ইং সালে মৃত্যূ বরণ করেন এই দেশ সেরা ভাস্কর্য আর স্হপতি শিল্পী | আজ আর তিনি আমাদের চোখের সামনে নেই। সশরীরে আর আর কোনো দিন আমরা তাকে পাবো না একথা বাস্তব, কিন্তু তিনি ও তাঁর সৃষ্টি আমাদের মাঝে, আমাদের চেতনায় অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল ।
Posted on: Thu, 11 Dec 2014 08:34:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015