অনেকেই সাম্প্রতিক নিয়ে - TopicsExpress



          

অনেকেই সাম্প্রতিক নিয়ে অনেক টেনশন করছেন আর কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ড মুখস্ত করে সময় নষ্ট করছেন। কোন দরকার নাই অযথা সময় নষ্ট করার। নিয়মিত বিবিসি, বিটিভি সহ কয়েকটা টিভির খবর দেখুন। রিপোর্ট,সমীক্ষা, সম্মেলন, আবিষ্কার, পুরষ্কার আর খেলাধুলা ও আন্তর্জাতিক রাজনৈতিক বিরোধ সম্পর্কে সজাগ থাকুন।গত কয়েক মাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক তথ্য দিলাম । #বাজেট ২০১৪-১৫: ----------------- ১.২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট বাংলাদেশের কত তম বাজেট ? = ৪৪তম। ২.২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট কত ? = ২,৫০,৫০৬ কোটি টাকা । ৩. ২০১৪-১৫ অর্থ বছরের জেলা ভিত্তিক বাজেটের অন্তর্ভুক্ত জেলা কতটি? = ৭টি। টাঙ্গাইল,খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর। ৪. ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট অনুমোদিত প্রবৃদ্ধির হার কত? = ৭.৩%। #বাংলাদেশ ------------------------- ১.বাংলাদেশ প্রথম সরকারিভাবে ওষুধ রপ্তানি করতেছে কোন দেশে? = শ্রীলঙ্কায়। ২. SREDA-এর পূর্ণ রুপ কি? = Sustainable and Renewable Energy Development Authority. ৩. ১৬জুন ২০১৪ বিদেশী মুদ্রার মজুদ কত ডলার ? = ২,১০৩ কোটি ডলার । ৪. পালকি, অরুন আলো, আকাশ প্রদীপ ও রাঙ্গা প্রভাত কি? = বাংলাদেশের বিমানে যুক্ত হওয়া ৪টি সু-পরিসর উড়োজাহাজ। ৫.বাংলাদেশের কতটি জেলায় রেলপথ যোগাযোগ রয়েছে? = ৪৪টি। ৬.বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে দীর্ঘ রেলপথ আছে? = চট্টগ্রামে (১৭৮.৪৫কিমি)। ৭. বাংলাদেশ কত তম দেশ হিসাবে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে চুক্তি স্বাক্ষর করে? = ২০তম । ৮. বাংলাদেশের কোথায় ২৬তম গ্যাস ক্ষেত্র পাওয়া যায়। = নারায়ন গঞ্জ জেলার রূপগঞ্জে। ৯. বর্তমান অনুমোদিত দেশের টিভি চ্যানেল এর সংখ্যা কত? = ৪১টি। তথ্য মন্ত্রী ২৫জুন ২০১৪] ১০. দেশের জনগনের মাথাপিছু ঋনের পরিমান কত? = ১৬২.২০ডলার বা ১২,৭০০টাকা। ১১.২০১৩সালে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষদেশ কোনটি? = যুক্তরাজ্য । ১৯ কোটি ২০লাখ ডলার। ১২. FAO এর তথ্য মতে বাংলাদেশ আলু রপ্তানিতে বিশ্বে কত তম ? = অষ্টম ৮২লাখ ১০হাজার টন। ১৩. ১৯৭১ সাল নিয়ে বই লিখে কানাডিয়ান পুরস্কার লাভ করেন মার্কিন লেখক গ্যারি ব্যাস, বইটির নাম কি? = ব্ল্যাড টেলিগ্রাম। ১৪. টেকসই ও নবায়ন যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয় কবে? = ২২মে ২০১৪। ১৫. (SREDA)টেকসই ও নবায়ন যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন কবে কার্যকর হয়? = ২২মে ২০১৪। ১৬. টেকসই ও নবায়ন যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রনালয় অন্তর্ভুক্ত? = বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ । ১৭. দেশে বর্তমান থানার সংখ্যা কতটি? = ৬৩৬টি। ১৮ ETP এর পূর্ণ রুপ কি? = Effluent Treatment plan. ১৯. বর্তমান দেশে গ্যাস ক্ষেত্র কতটি? = ২৬টি। ২০.২জুন ২০১৪নিকার এর ১০৯তম বৈঠকে কোনদুটি উপজেলার অনুমোদন করা হয়? = গুইমারা (খাগড়াছরি)ও ওসমানীনগর (সিলেট)। ২১.২জুন ২০১৪ NICARনিকার বৈঠকে কোন দুটি পৌরসভার অনুমোদন করা হয়? = নাজির হাট (চট্টগ্রাম )ও দেবীগঞ্জ (পঞ্চগড়)। ২৩.২জুন ২০১৪ নিকার কোন থানার অনুমোদন করা হয়? = চন্দ্রগঞ্জ (লক্ষি পুর)। ২৪.বর্তমান দেশে উপজেলারসংখ্যা কতটি? = ৪৮৯টি। ২৫.বর্তমান দেশের পৌরসভার সংখ্যা কতটি? = ৩১৯টি। ২৬.দেশে বর্তমান ব্যাংক কতটি? = ৬২টি। ২৭. দেশে বর্তমান তফসিল ব্যাংক কতটি? = ৫৬টি। ২৮.বর্তমান তফসিলি বহির্ভুত ব্যাংক কতটি? = ৬টি। ২৯.বর্তমান বাংলাদেশের জন সংখ্যা কত? = ১৫.৫৮কোটি। ৩০.দেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত? = ১.৩৭%। ৩১.দেশের প্রত্যাশিত গড় আয়ুস্কাল কত? = ৬৯বছর। ৩২.দেশের মাথাপিছু আয়কত? = ১,১৯০ডলার। ৩৩.জন সংখ্যার ঘনত্ব কত? = ১০১৫জন প্রতি ব.কি.মি। ------------- #আন্তর্জাতিক ------------- ১.ভারতের ২১তম এবং দ্বিতীয় নারী স্পিকার কে? =সুমিত্রা মহাজন। ২.স্বর্ণ উত্পাদনে শীর্ষদেশ কোনটি? =চীন। ৩.আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর প্রথম চেয়ারম্যান কে? =এন শ্রী নিবাশন। ৪.IAILএর পূর্ন কি? =Islamic State in Iraq and the Lenant. ৫. IAILএই সংগঠনটি কবে আত্মপ্রকাশ করে? =১৫অক্টোবর ২০০৫সালে। ৬.প্রথম মার্স ভাইরাস কবে সংক্রামনের ঘটনা হয়? =২০১২সালে। ৭.ভারতের কত নং অনুচ্ছেদে জম্মু ওকাশমির কে স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়? =৩৭০নং অনুচ্ছেদে। ৮.৭জুন জাতিসংঘে নেলসন ম্যান্ডেলার সম্মানার্থে কোন পুরস্কার প্রবর্তন করা হয়? =জাতিসংঘ লেনসন রোলি হলাহলা ম্যান্ডালা পুরস্কার। ৯.বিশ্বের কোন দেশ সর্বাধিক সার্বভৌম সম্পদ রয়েছে? =নরওয়েতে (১লাখ কোটি ডলারের মত). ১০.স্পেনিশ ভাষায় কোস্টারিকা মানে কি? =সমূদ্র উপকূল। ১১.কেপলার ১০ সি’ কি’ ? =পৃথিবীর সবচেয়ে বড় পাথুরে গ্রহ। ১২.ওয়ার্ড প্রেস কি? =ওয়েব সাইটে বিশেষ করে লেখা ,ছবি প্রকাশ করার জনপ্রিয় প্রোগ্রাম। ১৩.ড্রপবক্সকি? =বিনামূল্যে ইন্টারনেটে তথ্য ও ছবি সংরক্ষনের ওয়েবসাইট। ১৪.ন্যামো কি ? =ভারতের টাটা কোম্পানির নতুন গাড়ী। ১৫.FAO এর তথ্য মতে বিশ্বে আলু রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? =চীন। ১৬.২৬জুন ২০১৪আলিপুরদুয়ার কততম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে ভারতের পশ্চিম বঙ্গে? =২০তম। ১৭.২০১৪সালের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বলের নামকি? =ব্রাজুকা। ১৮.বিশ্বকাপের ইতিহাসে ২৩০০তম গোলকরেন কে? =জার্মাইন জোন্স (যুক্তরাষ্ট্র)। ১৯.বিশ্বকাপের ইতিহাসে ৫০তম হেট্রিক করেন কে? =জেরদান শাকিরি(সুইজারল্যান্ড)। ২০.ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? =সুষমা স্বরাজ। ২১.বিশ্বকাপ ফুটবল ২০১৪তে কে প্রথম হেট্রিক করেন ? =থামাস মুলার। ২২.বিশ্বকাপ ফুটবল২০১৪ তে প্রথম কে গোল করেন ? =নেইমার জুনিয়র। ২৩.ভারতের ২৯তম রাজ্য তেলঙ্গনার প্রথম মুখ্যমন্ত্রী কে? =চন্দ্রশেখর রাও। ২৪.পিপল হিরোজ মনুমেন্ট ‘ কোথায় অবস্থিত? =বেইজিং। ২৫.ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়ন যাত্রা কবে শুরু হয়? =১জানু ২০১৪। ২৬.ভারতের ২৯তম রাজ্য তেলেঙ্গানার যাত্রা কবে শুরু হয়? =২জুন ২০১৪। ২৭.মিসরের বর্তমান প্রেসিডেন্ট কে? =আব্দেল ফাত্তাহ আল সিসি। ২৮.ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্টকে? =পেত্রো পোরোশেঙ্কো। ২৯.স্পেনের বর্তমান রাজা কে? =ষষ্ট ফেলিপ কার্লস। ৩০.ইসরাইলের নতুন প্রেসিডেন্ট কে? =রিউভেন রুভি রিভলিন। ৩১.মিসরের বর্তমান প্রধান মন্ত্রীকে ? =ইব্রাহিম মাহলাব । ৩২.৮জুন ২০১৪ওআইসির প্রেসিডেন্ট পদে স্থলাভিষিক্ত হন কে? =আব্দেল ফাত্তাহ আল সিসি। ৩৩.মানব অধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনের কার্যালয়ের নতুন হাইকমিশনার কে? =জাঈদ আল হাসান। ৩৪.বিশ্ব বানিজ্য সংস্থার বর্তমান সদস্য দেশ কত গুলো? =১৬০টি। ৩৫.২৬জুন২০১৪কোনদেশটি বিশ্ব বানিজ্য সংস্থা এর ১৬০তম সদস্য হয়? =ইয়মেন। ৩৬.ফোবর্স সাময়িকী ২০১৪ সালের সমিক্ষা অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে? =অ্যাঞ্জেলা মার্কেল । ৩৭.বিশ্বে সর্নাথী আশ্রয়ে শীর্ষে আছে কোন দেশ? =পাকিস্তান। ৩৮.বিশ্বের কোন দেশের সবচেয়ে শর্নাথী বেশি? =আফগানিস্তান। ৩৯.২০১৪সালের পরিবেশ গত পারফর্মেন্স ইনডেক্স এর শীর্ষ দেশ কোনটি? =সুইজারল্যান্ড। ৪০.২০১৪সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী ২০১৩সালে বাংলাদেশে সর্বাধিক বিনিয়োগ করে কোন দেশ? =যুক্তরাজ্য। ৪১.২০১৪সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী ২০১৩সালে বিশ্বের কোন দেশে সর্বাধিক বিনিয়োগ করা হয়? =যুক্তরাষ্ট্র। ৪২.বিশ্বের কোন দেশে প্রথম মার্স ভাইরাস দেখা যায়? =সৌদি আরব। ৪৩.বাংলাদেশে মার্স ভাইরাসে আক্রান্ত রোগী সনক্ত করা হয় কবে? =২৩জুন ২০১৪। #সাম্প্রতিক প্রশ্নোত্তর জুন ২০১৪: -------------------------------- ১.সাম্প্রতি চালু হওয়া ১৮তম স্থল বন্দরের নাম কি? =সোনাহাট। ২.জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের সভাপতি কে? =প্রধান মন্ত্রী। ৩.তিন পার্বত্যজেলার মাধ্যমিক শিক্ষার কার্যক্রম কবে তিন পার্বত্য পরিষদের কাছে হস্তান্তর করা হয়? =২৬মে ২০১৪ম। ৪.মুক্তি ও গনতন্ত্র নামক তরন কোথায় অবস্থিত? =নীলক্ষেত ,ঢাকা। ৫.প্রস্তাবিত বাগের হাট রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? =পশুর নদী। ৬.চীনের সাথে কোথায় যৌথ উদ্যোগে১৩২০ মেগাওয়াট সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করাহচ্ছে ? =পটুয়া খালী। ৭.মধুমালা কোন জাতের ফসল? =হলদে জাতের তরমুজ। ৮.মশাবাহিত চিকুন গুনিয়া কি জনিত রোগ? =ভাইরাস জনিত। ৯.অপহরণ প্রতিরোধে কবে ঢাকা মহানগর পুলিশ অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড গঠন করে? =৩মে ২০১৪। ১০.বাংলাদেশের শীর্ষ দুষিত শহর কোনটি? =নারায়ন গঞ্জ (বিশ্বের ১৭তম)। ১১.১৫০০মিটারের দৈর্ঘের কম সেতুর কাজ কে করে? =সড়ক বিভাগ। ১২.,২০১৪ সালে বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে নরওয়ে ফরপিস অ্যাওয়ার্ড লাভ করে ? =সেলিমা আহমেদ। ১৩.প্রাণী বিভাগ উদ্ভাবিত সিপিএফ৩ কি? =নতুন জাতের মুরগী। ১৪.২০১৪সালের এসএসসি পরিক্ষার পাসের ফলাফলের হার কত? =৯১.৩৪%। ১৫.বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল কোথায় অবস্থিত? =নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ধলাগাছ এলাকায়। ১৬.চট্টগ্রাম নগরের আগ্রাবাদে চা নিলাম কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়? =১৬জুলাই ১৯৪৯সালে। ১৭.খুলনা (DAP)এর আয়তন কত? =১৮১.১৬বর্গ কি:মি:। ১৮.বাংলাদেশেপ্রথম কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রনয়ন করা হয় কবে? =১৯৭৬সালে। ১৯.বাংলাদেশের অভ্যুদয় নিয়ে লেখা Les Indes Rouges গ্রন্থের লেখক কে? =বার্নার্ড হেনরীলেভী (ফ্রান্স)। ২০.মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র জননী এর পরিচালক কে? =রওশন আরা নিপা। ২১.চিলড্রেন অব ওয়ার বা যুদ্ধশিশু চলচিত্র এর পরিচালক কে? =মৃত্যূঞ্জয় দেবব্রত। ২২.বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের নতুন কোচ কে? =চন্দ্রীকা হাথুরুসিংহে(শ্রীলংকা)। ২৩.সর্বকনিষ্ঠ এভারেষ্ট জয়ী নারী কে? =মালাবাত।(ভারত)১৩বছর ১১মাস। ২৪.আন্তর্জাতিক বিধবা দিবস কবে? =২৩জুন। ২৫.১৪-১৫জুন ২০১৪জি ৭৭+ চীনশীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সান্তাক্রুজ,বলিভিয়া। ২৬.বিশ্বের কোন দেশে প্রথম মেধা ভিত্তিক সিভিল সার্ভিস চালু হয়? =চীনে। ২৭.ভারতের কোন দুজন মূখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন? =এইচ ডি দেবগৌড়া এবং নরেন্দ মোদি। ২৮.স্বাধীন ভারতে জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী কে? =নরেন্দ মোদি। ২৯.ভারতের নিবন্দ্ধিত রাজনৈতিক দল কতটি? =১৬৮৭টি। ২৯.বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানির নাম কী? =গ্যাজপপ্রম। ৩১.২০১৪ সালে ফিফা বিশ্ব কাপ ফুটবলের অফিসিয়াল সংগীত কি? =we are one(Ole Ola)। ৩২.বাংলাদেশ কত তম ্এভারেস্ট জয়ী? =৬৭তম। ৩৩.১৩-১৪ অর্থ বছরে বাংলাদেশের মাথা পিছু আয় কত? =১১৮০মার্কিন ডলার। ৩৪.ফেরি দুর্ঘটনার দায়ে কোন দেশের প্রধান মন্ত্রী পদত্যাগ করেন ? =দক্ষিন কোরিয়ার। ৩৫,সাম্প্রতি কবে ইরাকে সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়? =৩০এপ্রিল ২০১৪। ৩৬.২০তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশ থেকে প্রথমবারের মত কোন নাটকটি মঞ্চায়িত হবে? =দক্ষিনা সৃন্দরী। ৩৭.বাংলাদেশ সময়মান আনুষ্ঠানিক ভাবে চালু হয় কখন থেকে? =৮মে২০১৪। ৩৮.পদ্মা সেতু নির্মান করবে কোন কোম্পানি? =চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। ৩৯.একসেস টু ইনফর মেশন কর্মসূচী কোন মন্ত্রনালয়ের অধীনে? =প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ৪০.হাজী ও দানেশ কি? =মিষ্টি কুমড়া। ৪১.ভারতে বর্তমান রাজ্যের সংখ্যা কতটি? =২৯টি। ৪২.১মে ২০১৪ কোন দেশে শরিয়াহ আইন চালু হয়? =ব্রুনাই। ৪৩.২০মে ২০১৪কোন দেশে সামরিক আইন চালূ করা হয়? =থাইল্যান্ড। ৪৪.২২মে কোনদেশের সামরিকঅভ্যূথ্থান হয়? =থাইল্যান্ড। ৪৫.লিবিয়ার বর্তমান প্রধানমন্ত্রীকে? =আহমেদ মাইতিক। ৪৬.ওয়ার্ল্ড ফ্রিজোনস কবে যাত্রা শুরু করে? =২০মে২০১৪ ৪৭.ওয়ার্ল্ড ফ্রী জোনস এর সদর দপ্তর কোথায় ? =দুবাই সংযুক্ত আরব আমিরাত। ৪৮. ১মে ২০১৪ অর্গানাইজেশন অব ইস্টার্ন ক্যারিবিয়ান স্টেটস এর মহাপরিচালক কে? =উহুরু কেনিয়াত্তা (কেনিয়া)। ৪৯.আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)এর বর্তমান সদস্য দেশ কত? =১৭৩টি। ৫০.IDA এর১৭৩ তম সদস্য দেশ কোনটি? =রোমানিয়া। ৫১.বাংলাদেশ কত তম সিকা এর সদস্য? = ২৫তম। ৫২.সিকা এর ২৬ তম দেশ কোনটি? = কাতার। ৫৩. ৫মে -৩১অক্টোবর ২০১৫ world expa কোথায় অনুষ্ঠিত হবে? = মিলান ইতালি। ৫৪. আন্তর্জাতিক ডাল কোন বর্ষ ? = ২০১৬ সাল। ৫৫.আলোক ও আলোক নির্ভর প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক বর্ষ কোন সাল? = ২০১৫ সাল। ৫৬.গড় আয়ৃতে শীর্ষ দেশ কোনটি? = জাপান। ৫৭.কম আয়ুর দেশ কোনটি? = সিয়েরা লিয়ন। ৫৮.সবচেয়ে এইচআইভী আক্রান্ত দেশ কোনটি? = লেসেথা্। ৫৯.সার্কভূক্ত কম আয়ুর দেশ কোনটি? = আফগানিস্তান। ৬০.কোনদেশের নারীর গড় আয়ু সবচাইতে বেশি? = জাপান। ৬১.কোনদেশের গড় আয়ু সবচাইতে বেশি? = আইসল্যান্ড। ৬৩.২০১৪সালে ফিফা বিশ্বকাপে কোন দলের অভিসেক ঘটে? =বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ৬৪.২০১৪সালের বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কী? = ফৃলেকা। ৬৫.এবারের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নামকি? = ব্রাজুকা। -------------------------------- বাংলাদেশর ও রাজশাহী জেলার উপজেলার সংখ্যা একটি বেশি হবে। কারন বাংলাদেশর ৫৫নং ও রাজশাহীর ৫নং উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা হবে যার নাম হবে উপজেলা: হাট গাঙ্গোপাড়া ✿-----------------------✿-----------------------✿
Posted on: Wed, 07 Jan 2015 16:05:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015