অনেক কষ্ট নিয়ে আজ status ta - TopicsExpress



          

অনেক কষ্ট নিয়ে আজ status ta দিলাম সত্যি খুব এ অভাগা আমি .... আমার fb frndlst এ যারা আমার family member আছেন তারা যদি কষ্ট পান আমি দুখিত... আজ এক ছোটো ভাই ( Fahim Pofg ) practice নিয়া গেল এক সাথে jamming করার জন্য ... ঐখানে আরেক ছোটো ভাই আসলো .... তার guitar দেইখা আমি পুরা বেকুব ..... guitar এর দাম নাকি ১৫০০০০ ,.... guitar tao জোশ ছিলও .... .. যাই হোক এক সময় জানতে পারলাম তার বাবা তাকে guitar কিনে দেয় .... আবার আয়ূব বাচ্চু ভাই নাকি তাকে guitar string gift করসে .... বুঝতে পারলাম jothestho family support আছে ... practice শেষে নিচে নামলাম দেখি বিশাল গাড়ি ঐ ছেলের জন্য wait করতেসে ..... তখন নিজেকে খুব অভাগা মনে হৈল ...... না পাইলাম family bekup না পাইলাম family support ..... ভাড়া ta যে দিতে হবে তাও নিজের পকেট থেকে ....... তাও লুকাই বাহির হইতে হয় নাহলে বলতে হয় students পড়াইতে যাইতেছি ...,... class ৮ এর পর থেকে মনে হয় এইসব নিজের খরচ নিজেই চালাই ...... ৩ বছরের টাকা দিয়া কোনও মতে একতা ভাল lead guitar কিনলাম ...... life এ নিউ কিসু পাইলাম না সব জিনিস কিনি 2nd hand এর .... কারণ বাসা থেকে টাকা দেয়য়া হয় না ..... ..... আমার family গরিব বললে ভুল হবে .... বাপ এর ৫ তালা building আছে কিন্তু আমাকে টাকা দিতে গেলেই সব বাঁধা ... একমাত্র ছেলে টাকা দিলে নষ্ট হয়ে যাবে .... কিন্তু ছেলে যখন guitar কিনে এত দামি দামি mobile কিনে তখন কোনো কথা বলে না উল্টা আরও guitar / mobile আলমারি তে লুকাই রাখে ...... অনেক কষ্টের টাকা দিয়ে একটা professional acoustic guitar কিনি তাও আমার mejho bon আমার চোখের সামনে বাড়ি দিয়া ভাঙছে .... কিসু বলার নাই আব্বু বলছে কিনা দিবে জানি উনি কখনই দিবে না ...... অনেক কষ্ট নিয়া আজ স্ট্যাটাস ta দিলাম ....... আজকালকার ছেলে মেয়েরা তাদের bf/ gf থেকে কষ্ট পায় আর আমি পাই আমার family থেকে ......... family তে একজন doctor আরেকজন engineering pore তাই আমাকেও হয় doctor হতে হবে নাহলে engineer hote hobe nahole মানুষ এর কাছে মুখ দেখাইতে পারবে না ..... একদিন শুধু বলছিলাম media and journalism নিয়া পরবো ঘরে meeting কইরা আমাকে বুঝাই দিল এই subject এর কোনও value নাই .... family te নাকি এই sub granted না ...... haire dunia .... amar frnd der ke dekhi ar akhhep kori kno uporwala amare emn family te pathailo
Posted on: Wed, 02 Apr 2014 15:51:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015