অনেক দিন ধরেই ভাবছি আমার - TopicsExpress



          

অনেক দিন ধরেই ভাবছি আমার এই Page টা তে একটা পোস্ট করে স্টার্ট করব কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারি নি। তাই এবার একটু ব্যতিক্রম কিছু লিখে পেজ টা Start করলাম সাথে থাকলে এরকম আরো পোস্ট করব ইনশাল্লাহ! আর কি বিষয়ে লিখলে ভালো হয় তা যদি আমায় জানাতেন তা হলে আরো ভাল হত।কিছু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করছি। আজ আমি আপনাদের Virtual Reality টা কি সে বিষয়ে ধারনা দিব। আশা করছি নতুন কিছু জানাতে পারব। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্দো্গকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে Virtual Reality বা অনুভবে বাস্তবতা বা কল্পবাস্তবতা বলে। Virtual Reality মুলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্তের ওপর প্রতিষ্ঠিত। Virtual Realityতে ত্রি-মাত্রিক image তৈ্রির মাদ্ধমে অতি অসম্ভব কাজও করা সম্ভবপর হয়। এটি কম্পিউটার এমন একটি পরিবেশ যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হয়, বাস্তবের অনুকরনে সৃষ্ট দৃশ্য উপভোগ করে,সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভুতি এবং দৈহিক ও মানুসিক ভাবাবেগ,উত্তেজনা অনুভুতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারে। Virtual Realityতে মালটিসেন্সরি হিউম্যান-কম্পিউটার ইন্টার সেন্সসমুহের ব্যবহার অন্তরভুক্ত থাকে যা মানব ব্যবহারকারীদেরকে কম্পিউটার –সিমুলেটেড object,space,কার্জক্রম এবং বিশ্বকে একেবারে বাস্তবের মত অভিজ্ঞতা প্রদানে সক্ষম করে তোলে। অর্থাৎ এই প্রযুক্তি জিবন্ত দৃশ্য সৃষ্টি। এর মাদ্ধমে কৃত্রিম বাস্তব দৃষ্টিগ্রাহ্য জগং তৈরি করা হয় যা উচ্চ মাত্রায় তথ্য বিনিময় মাদ্ধমের কাজ করে। ব্যবহারঃ Virtual Reality…GAME তৈরি CAR চালনা প্রশিক্ষন,ত্রিমাত্রিক গ্রাফিক্স তৈরি,নগর পরিকল্পনা ইত্তাদি জটিল কাজে ব্যবহার করা হয়।এছাড়া কুংফু(Fight)শিখা,বিভিন্ন দেশের ভাষা আয়ত্ত করতে ব্যবহৃত হয়। MATRIX সিনেমায় এটির ব্যবহার দেখান হয়েছে। যা পরিধান করতে হয়ঃ ১.হেড মাউন্টেড ডিসপ্লে {Head Mounted Display} ২.হাতে একটা ডেটাগ্লোভ/একটা পুরনাঙ্গ বডি স্যুইট{Data Glove} ৩.চোখে চশমা পরতে হয়{Body Suite} কাজঃ হেডসেটটি চোখ ও কানকে ঢেকে রাখে এবং এটি দ্বারা কোন দৃশ্য দেখা ও শোনা যায়। হাতের সাথে সংযুক্ত গ্লোভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় এবং এটি প্রয়োজনীয় দৃশ্যে্র অবতরণা অথবা কোন নির্দিষ্ট কাজের নির্দেশনার কাজ করে থাকে। ভাল লাগলে LIKE দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ......
Posted on: Sun, 10 Nov 2013 13:18:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015