অনেকের হয়ত HSC - TopicsExpress



          

অনেকের হয়ত HSC রেজাল্ট অনেক ভাল হবে , কিন্তু সে যদি ভাল কোথাও চান্স না পায় তবে ঐ ভাল রেজাল্টটাই তার গলার কাঁটা হয়ে দাঁড়াবে অনেক পরিশ্রম করেছো , আর একটু পরিশ্রম করে নাও এই সময় টাকে মোটেও অবহেলা কর না , জাস্ট এই কয়টা মাসই নির্ধারণ করে দিবে তোমার জীবনের ভবিষ্যৎ ! নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ে নাও নিজের সর্বোচ্চ চেষ্টা কর ! # এখন প্রশ্ন হচ্ছে তুমি প্রতি দিন কত ঘন্টা করে পড়বে ?? বা তোমার প্রতিদিন কত ঘন্টা করে পড়া উচিত ?? আমি বলবো এই প্রশ্নের exact কোন উত্তর নেই । তবে আমার কথা হল তুমি ঠিক ততক্ষণ পর্যন্ত পড়াশুনা করবে যতক্ষণ পর্যন্ত তুমি নিজের কাছে সন্তুষ্ট হতে পারো । যদি মনে হয় তোমার এই পরিমাণ পড়াশুনায় তুমি হ্যাপি না , তবে পড়াশুনার পরিমাণটা বাড়িয়ে দাও যে পড়াশুনা করে না , সে নিজেই সব চেয়ে ভাল জানে হ্যাঁ সে পড়াশুনা করে না ! আমি কি পারি না পারি তা আমিই সব চেয়ে ভাল জানি । তাই তোমাদের ওপর ছেড়ে দিলাম , নিজেকে সন্তুষ্ট করো ! সাফল্য ইনশাআল্লাহ ধরা দিবে # ভর্তি পরীক্ষার মাঝে কীভাবে পড়াশুনা করবো ?? এইচএসসি তে এত দিন যেভাবে পড়াশুনা করে আসছো এখন সেই ভাবে পড়াশুনা করলে হবে না । একটা কথা মনে রাখবে । ভর্তি পরীক্ষা একটা যুদ্ধের মত ! সবাইকে হারিয়ে তোমাকেই জয় এর মুকুটটি ছিনিয়ে আনতে হবে । এর জন্য শুধু পড়াশুনা করলেই হবে না , জানতে হবে অনেক কৌশল । অধিকাংশ বিশ্ববিদ্যালয় এ শুধু MCQ দিয়ে ভর্তি পরীক্ষা হয় । এখন প্রশ্ন হল এই MCQ গুলো কেমন আসবে ?? MCQ গুলো খুব বেশি বড় আসবে না , তবে MCQ গুলো একটু ট্রিকি হবে । MCQ তে ভাল করার একটা কৌশল হচ্ছে option check পদ্ধতি । 4 টা option এর মাঝে একটা তো উত্তর থাকবেই , তাই আগে নিশ্চিত ভুল টা বের করে কেটে দাও , এর পর নিজের হিসাব এর সাথে option এর উত্তর মিলিয়ে নাও । সাবধানে বৃত্ত ভরাট করবে , এক প্রশ্নের উত্তর আরেক প্রশ্নের উত্তর এ দিয়ো না । ( এটা মেডিক্যাল ভর্তি পরীক্ষার জন্য প্রযোজ্য না , মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ৪ টা option এর মাঝে একাধিক সঠিক উত্তর থাকতে পারে , আবার কোন সঠিক উত্তর নাও থাকতে পারে ) Math এর MCQ তে ভাল করার জন্য calculator ব্যাবহার এ খুব বেশি দক্ষতা অর্জন করতে হবে । তোমরা যারা এত দিন Casio Fx - MS series এর calculator use করে এসেছো তারা Casio Fx - ES / ES Plus Series এর calculator use করা শিখ । Math এর MCQ তে ফুল মার্ক্স অর্জন করা খুব বেশি কঠিন না , আমি গ্যারান্টি দিয়ে বলছি শুধু মাত্র calculator ভাল ভাবে use করতে পারলে Math এর MCQ তে অনেক সময় বাচাতে পারবে , calculator press করতে ভুল না করলে , calculator তোমায় ভুল উত্তর দিবে না , এর মানে তুমি নিশ্চিত সঠিক উত্তরটি ই দাগাতে পারবে । Math এর ক্ষেত্রে option check করা খুব ভাল একটা উপায় । # ক্যালকুলেটর এর এত ব্যাবহার কোথায় শিখবে ?? একটা বই এর নাম বলে দিচ্ছি । Math Plus নামে একটা বই পাওয়া যায় , ঐ বই এর শুরুতে ক্যালকুলেটর এর ব্যাবহার এর ওপর অনেক কিছু লিখা আছে , দেখে নিতে পারো । # নেগেটিভ মারকিং তোমরা হয়ত অনেকেই এই টার্ম টার সাথে প্রথম বারের মত পরিচিত হতে যাচ্ছ ! নেগেটিভ মারকিং !! এটা কি জিনিস ? তুমি যদি কোন প্রশ্ন উত্তর না কর , তবে সেই প্রশ্নের জন্য কোন মার্ক পাবে না কিন্তু তুমি যদি ঐ প্রশ্নটার ভুল উত্তর কর তবে তোমাকে শূন্য না দিয়ে নেগেটিভ মার্ক দেওয়া হবে । মনে কর , একটা MCQ সঠিক উত্তর দিতে পারলে তোমাকে 1 Mark দেওয়া হবে । তুমি যদি কোন MCQ ভুল করে ফেল তবে তোমাকে o না দিয়ে - 0.25 mark দেওয়া হবে । নেগেটিভ মারকিং এর পরিমাণ হল ঐ MCQ তে যত মার্ক আছে তার 25 % mark কাঁটা যাবে । যেমন : বুয়েট এর ভর্তি পরীক্ষায় প্রতিটা MCQ এর পূর্ণমান 2.5 Marks . একটা ভুল উত্তর দিলে তুমি পাবে - .0625 Mark . খুব ভাল করে একটা কথা শুনে রাখো , আন্দাজে বা লটারি করে কোন MCQ এর উত্তর দিতে যাবে না , তবে নেগেটিভ মারকিং খেতে খেতে ভুড়ি বেড়ে যাবে
Posted on: Fri, 18 Jul 2014 15:50:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015