অনেক সময় ফেসবুকে - TopicsExpress



          

অনেক সময় ফেসবুকে বিভিন্ন প্রোফাইল ভিজিটর লিংক বা অ্যাপ দেখা যায়। অনেককেই আবার এসব অ্যাপ ব্যবহার করতে দেখা যায়, তবে আপনার এসব অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সাবধান হয়া উচিৎ। প্রকৃতপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ ব্যবহারকারী জানতে আগ্রহী তাদের প্রোফাইলে কে কে ভিজিট করছে। তবে ফেসবুক এমন কোন ব্যবস্থা রাখেনি যা দিয়ে আপনি জানতে পারবেন আপনার কোন বন্ধু আপনার প্রোফাইলে ভিজিট করেছে। ফেসবুক ছাড়াকিছু সাইট রয়েছে যারা ব্যবহারকারীদের প্রোফাইল ভিজিটর দেখার সুযোগ দিয়ে থাকে। এ ধরণের একটি সাইট হচ্ছে LinkedIn, যেহেতু LinkedIn একটি পেশাজীবীদের সাইট তাই সেখানে এমন সুবিধা দেয়া হয়। ফেসবুকে যদিও প্রোফাইল ভিজিটর দেখার সুযোগ নেই, তাও আপনি কিছু থার্ড পার্টি অ্যাপ দিয়ে আপনার প্রোফাইল ভিজিট কে কে করছে এমন জানতে পারবেন বলে অনেক অ্যাপ দাবি করে। আসলেই কি আপনি জানতে পারেন? নাহ! এমনটা হওয়া সম্ভব নয়। কারণ ফেসবুকের যেখানে এমন কোন ব্যবস্থা নেই সেখানে অন্য কোন অ্যাপ দিয়ে আপনি এই সুবিধা নিতে পারবেন না। এক্ষেত্রে সে সব অ্যাপ দিয়ে আপনার প্রোফাইল লগ ইন করলে আপনি আখের কিছুই পাবেন না। তবে মাঝে দিয়ে আপনার আইডি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এসব অ্যাপ আপনার অনুমতি নিয়েই আপনার প্রোফাইলের সকল তথ্য সংগ্রহ করে। এমনকি আপনার হয়ে বিভিন্ন বন্ধুর টাইমলাইনে, গ্রুপে, পেইজে কমেন্টও করতে পারে। আজ কাল এমন অনেকেই দেখেছে যে তার বন্ধু আজে বাজে কিছু লিংক বিভিন্ন গ্রুপে, ওয়ালে পোস্ট করছে, এসব লিংক আসলেপ্রোফাইল মালিক নিজে পোস্ট দিচ্ছেন না। এক্ষেত্রে তিনি লোভে পড়ে যে সব থার্ড পার্টি অ্যাপ কে নিজের হয় পোস্ট করার অনুমতি দিয়েছেন সেইসব অ্যাপ থেকেই হয়ে যাচ্ছে। তাহলে, প্রোফাইল ভিউজিটির দেখা, ফেসবুকের রঙ পরিবর্তনের চেষ্টা করা, কে কে আনফ্রেন্ড করছে তা দেখা কিংবা অনলাইনে আয় করুন এ জাতীয় লিংক/অ্যাপ থেকে এখনি সাবধান হয়ে যান। তা না হলেলোভে পড়ে আপনার আইডিটি হারাতে হতে পারে। কিংবা বন্ধু মহলেআজেবাজে লিংক শেয়ারের কারণে লজ্জায় পড়তে পারেন।
Posted on: Sun, 12 Oct 2014 21:21:06 +0000

Trending Topics



he well-known phrase “Jesus Christ is the same
1000 Year Reign of Christ | The Rapture Is
Petra Williams ELECTION COUNTDOWN - It is out in the open, we all
Do you need help marketing and building an online business?
The sheer lunacy of our English Language: You think English is
★★★★★EARN $2,000-$8,000 PER MONTH WITHOUT EVER ENROLLING

Recently Viewed Topics




© 2015