অনেকদিন আগে আমি radio today 89.6এ SMS - TopicsExpress



          

অনেকদিন আগে আমি radio today 89.6এ SMS এর মাধ্যমে #রবি_আড্ডায় - আড্ডা দিতাম । রবি আড্ডা পরিচালণা করত RJ আরমান শাহের । তো.... তিনি একদিন topic দিলেন, কিসের জন্য তোমার বেশী চিন্তা/tension হয়? একেক জন একেক রকম answer পাঠালো । আমি আবার Exception Boy তাই, সবার থেকে আলাদা answer দিলাম । আমার tension একটাই... সেটা হল «টাকা» । শাহের ভাইয়া কয়েকটা SMS পড়ার পর আমার SMSটা পড়তে লাগলো..... শামীম উল্লাপাড়া থেকে বলেছে, আমার tension একটাই... সেটা হল «টাকা» । (তারপর নিজেই বলতে লাগলো) হুম শামীম, যতই ডাকো দাদা দাদী নানা নানী, Money is the sweeter than honey. আমি মাঝে মধ্যে টাকার সংকটে পরলে, শাহের ভাইয়ার কথাটা মনে পরে যায় ॥ ¥¥¥ #SHaMiM ¥¥¥
Posted on: Tue, 02 Dec 2014 04:19:41 +0000

Recently Viewed Topics




© 2015