অনেকদিন আগে একটা page - TopicsExpress



          

অনেকদিন আগে একটা page স্টেটাস দিয়েছিল যে ---- 1.ছেলেরা জানত যে এটা ওদের ক্লাশরুম নাহ তারপরেও এই রুমে এসে বসে থাকত,কারণ এই ক্লাশরুমে সেই সুন্দরী মেয়েটি ক্লাশ করত,,, 2.মেয়েটি যখন ভার্সিটির মাঠে একটু ফুটবল খেলা দেখতে যায় তখন খেলোয়াড়রা ফুটবল খেলা ছেড়ে দিয়ে হা করে তাকিয়ে থাকে,,, 3.ভার্সিটিতে সেই মেয়েটি ভর্তি হবার পর ভার্সিটির পাশে সেই গোলাপ ফুলের দোকানে ফুল বিক্রি অনেকগুণ বেড়ে গেছে,,, 4.মেয়েটি architect engineering নিয়ে পড়ছে তাই বলা যেতে পারে যে মেয়েটা মেধার দিক দিয়েও অনেক এগিয়ে,,, ----- বলতে পারেন মেয়টাকে? উত্তর হল অপি করিম।। পরে সেই ইশতেতাসে এক পোলায় কমেণ্ট করল যে অপি করিম থাকতেই ক্যাম্পাস গরম হয়া যায়,ছেলেরা ফুটবল খেলতে পারে না,দোকানের ফুল শেষ হয়া যায়,,,আর সানি লিওন থাকলে জানি কি হ্ইত সেটা আল্লাহ মাবুদ্ই জানে :p ---- আসলেই কমেণ্টা পড়ে হাসি থামাতে পারিনাই :D
Posted on: Mon, 02 Dec 2013 16:29:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015