অনলাইনে তথ্য খুঁজে বের - TopicsExpress



          

অনলাইনে তথ্য খুঁজে বের করার কাজটি নিমেষেই করে দেয় গুগল। যেকোনো বিষয়ে এসব সাধারণ তথ্য অনুসন্ধান ছাড়াও ভিন্ন কিছু লিখে মজার ফলাফল পাওয়া যায় গুগলে। সার্চ বক্সে Google in 1998 লিখে খোঁজ করলে গুগলের প্রথম ওয়েবসাইটে যেভাবে ফলাফল প্রদর্শন করত সেটা দেখা যাবে। অর্থাৎ ১৯৯৮ সালে গুগলের চেহারা কেমন ছিল তা দেখা যাবে।Do a Barrel Roll লিখে অনুসন্ধান করলে ফলাফলের পুরো পেজটি ঘড়ির কাঁটার দিকে এক পাক ঘুরে আবার সোজা হয়ে দেখাবে। Askew অথবা Tilt সার্চ বক্সে এর যেকোনো একটি শব্দ লিখে অনুসন্ধান করলে ফলাফল পেজটি কিছুটা ঢালু বা তির্যকভাবে দেখা যাবে। Google Sphere লিখে অ্যা’ম ফিলিং লাকি বোতামে চাপলে গুগলকে একটি গোলকের আকারে ঘুরতে দেখা যাবে। এ ক্ষেত্রে গুগল ইনস্ট্যান্ট অপশনটি বন্ধ রাখতে হবে অথবা লেখার সময় সাজেশন দেখালে সেটির ওপর কারসর নিয়ে ডান পাশ থেকে অ্যা’ম ফিলিং লাকি লিংকে ক্লিক করতে হবে। Google Gravity লিখে অ্যা’ম ফিলিং লাকি বোতামে ক্লিক করতে হবে। গুগল তখন অভিকর্ষণের টানে পর্দার নিচের দিকে অবস্থান করবে। Zerg Rush লিখে অনুসন্ধান করলে গুগল ফলাফল পেজটিকে একটা গেম বানিয়ে ফেলবে, যেখানে আক্রমণের লক্ষ্যবস্তু হবে একেকটি গুগল ফলাফল। খেলা শেষে দেখা যাবে নিজের স্কোর। The loneliest number লেখাটি গুগলে অনুসন্ধান করলে ফলাফল পেজের প্রথমেই দেখাবে একটি ক্যালকুলেটর, যার পর্দায় ভেসে থাকবে নিঃসঙ্গ একটি সংখ্যা
Posted on: Fri, 12 Sep 2014 09:48:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015