অনলাইনে দীর্ঘ ছয় বছরে - TopicsExpress



          

অনলাইনে দীর্ঘ ছয় বছরে অনেক মানুষকেই দেখেছি, চিনেছি, বুঝেছি, ভালো লেগেছে মন্দ লেগেছে। কিছু মানুষ আমার মনে প্রবেশ করতে পেরেছে, যাদেরকে আমি মন থেকে ভালবাসি, শ্রদ্ধা করি, আপন ভাবি সেই সব কিছু মানুষের নাম আজকে বলতেই হয়... তাঁরা হলেন... সন্যাসী সন্ন্যাসী, কবির য়াহমদ, Hazrat Binoy Bhodroe, Ruman Sharif, ঈস্রাফিলের বাঁশরী, কাসাফাদ্দৌজা নোমান, মোবারক হোসেন রুবেল, এমদাদুল হক তুহিন, ভূপেন কিশোর দাস, মলয় দাস, অনন্ত বিজয় দাশ, অরুণাভ বিলে, Omar Farooq Lux, Onu Tareq, Royal Paul, Prithu Sanyal, Ranadipam Basu, Ratan Majumder, Kazi Morshed, Farhana Endra, Hillol Dutta, Riaj Sohel, Sandipan Basu, Ashanour Rahman Khan, Ananya Azad, Charu Pintu, Paplu Bangali, Imran Hossain Enayet Ullah, Ekush Tapader, সুশান্ত দাস গুপ্ত, ফারুখ আহমেদ, মুহাম্মদ গোলাম সারওয়ার, হিমেল হাসান বৈরাগী, কবিতার জন্য পাগল, জয়দেব নন্দী, অপ্রস্তুত লেনিন, তুহিন বড়ুয়া তমাল, রাজীব রাসেল, আখতারুজ্জামান আজাদ, ইপন শামসুল, নুর নবী দুলাল, আল্লামা শয়তান, Fazlul Bari, Farzana Kabir Khan Snigdha, Shuvo Michael D Costa, Subrata Shuvo, Bobi Sinha, Pankaj Dasgupta, Jack Istiac, Liton C. Voumik, Lipi Halder, Niloy Neel, Nishom Sarkar, আলিম আল রাজি, সরকার পিয়াস, প্রমুখ... এত্ত গুলো প্রিয় মুখ আমার। ট্যাগ করা বিরক্তিকর জেনেও আমি না করে পারলাম না। আপনাদেরকে আমি ভালবাসি, ভালো লাগে, শ্রদ্ধা করি, মান্য করি এসব একদিনে হয়নি অনেকদিন ধরে দেখে চিনে তারপর বলছি। এখানের অনেকেই আমি সরাসরি দেখেছি, যাদেরকে এখনো দেখিনি তাদেরকে দেখার ইচ্ছা পোষণ করছি। আমি সিলেটে আছি, সিলেটে আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আর আমি সবার সাথেই দেখা করতে চাই এবং আস্তে আস্তে সবার সাথে পরিচিত হতে চাই। ভালো থাকবেন আমার প্রিয় মানুষেরা, যাদের লেখা আমি মিস করতে চাই না, আপনাদের লেখা পড়ে পড়েই আমি বুঝেছি যে সত্যি আপনাদের মাঝে বিশেষ কিছু আছে। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। :) :D
Posted on: Wed, 23 Jul 2014 19:15:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015