অন্তরের বাইরে নয় মনের - TopicsExpress



          

অন্তরের বাইরে নয় মনের গহীনে শান্তি পাওয়ার লক্ষে বৌদ্ধধর্ম গ্রহণ করেছেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট ======================================== সে অনেকদিন আগে হতে হলিউড অভিনেতা অভিনেত্রী, ও পশিমা শিল্পীদের বৌদ্ধধর্ম গ্রহণের হিড়িক পড়েছে। তারই ধারাবাহিকতায় হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার, স্টিভেন সিগাল, উমা থুরমান, অলিভার স্টোন, জেনিফার লোফেজ, জেনিফার এনিস্টোন, কেটি বসওয়ার্থ, অরলান্ডো ব্লুম, টিনা টারনার ও ফুটবলার রবার্টো ব্যাজ্জিওসহ শত শত সেলিব্রিটি ইতিমধ্যেই দালাই লামা, জাপানী ও থাই বৌদ্ধ সংগঠন সমুহের প্রভাবে আর বৌদ্ধধর্মের সার্বজনীন আবেদনে মুগ্ধ হয়ে পাশ্চাত্য জীবন ত্যাগ করে বৌদ্ধধর্ম গ্রহণ করছে ও শান্তিপূর্ণ জীবন যাপন করছে। সে পুরানো পথ ধরে এবার বৌদ্ধধর্ম গ্রহণ করেছেন হলিউডের আরেক অভিনেত্রী “টোয়াইলাইট” সিরিজ (Twilight Series) খ্যাত ক্রিস্টেন স্টুয়ার্ট । জাপান কেন্দ্রিক বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান সোকা গাকাই এর মাধ্যমে তিনি নিচিরেন বৌদ্ধধর্মে দীক্ষিত হয়েছেন। প্রাচুর্যের মাঝে অন্তরের বাইরে সুখ না খুঁজে মনের গহীনে শান্তি পাওয়ার লক্ষে তিনি ইতোমধ্যে ‘নামো মিও হো রেঙ্গে কিও’ এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে বৌদ্ধধর্ম পালন করে যাচ্ছেন। মুলত তাঁর দীর্ঘ দিনের বয়ফ্রেন্ড হলিউডের আরেক অভিনেতা রবার্ট প্যাটিনশনের সাথে তাঁর সম্পর্ক ছিন্ন হলে ২৩ বছর বয়সী ক্রিস্টেন স্টুয়ার্ট মানসিক শান্তি লাভের লক্ষে বৌদ্ধধর্ম গ্রহণ করেন।তাঁর পুরো নাম ক্রিস্টেন জেমস স্টুয়ার্ট। উল্লেখ্য, ক্রিস্টেন স্টুয়ার্ট আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস এ ১৯৯০ সালে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা জন স্টুয়ার্ট একজন টিভি প্রযোজক ও মা স্ক্রিপ্ট সুপারভাইজার। তিনি ১৯৯৯ সালে ‘দি থার্টিন ইয়ার’ এর মাধ্যমে অভিনয়ে আসেন এবং ২০১২ সালে ‘অন দি রোড’ চলচ্চিত্র সর্বশেষ অভিনয় করেন। Kristen Stewart turns to Buddhism The 23-year-old actress is said to have split from long term boyfriend Robert Pattinson, following a difficult time which saw Kristen admit to having an affair last year. Since then, Kristen has begun practicing the religion in an attempt to bring “inner peace.” “Kristen has been studying Nichiren Buddhism. It’s a type of Buddhism, where you chant Nam-Myoho-Renge-Kyo,” a source told Hollywoodlife. “Chanting is supposed to help you through tough times and bring you inner peace and ultimate happiness. Orlando Bloom and Miranda Kerr also practice the same type of Buddhism. [Kristen] has a couple of friends who practice and they encouraged her to get involved.
Posted on: Mon, 15 Jul 2013 09:33:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015