অপ্রকাশিত নীরব - TopicsExpress



          

অপ্রকাশিত নীরব ধর্ষণ!! এক ছেলে তার গার্ল ফ্রেন্ডকে কল করে রাজি করিয়েছে তার এক বন্ধুর ফ্ল্যাটে তাকে নিয়ে যাবার জন্য। অনিচ্ছা সত্ত্বেও মেয়েটা ছেলেটার উপর ভরসা করে রাজি হয়েছে। ভালো কথা, যথারীতি, সময় মতো মেয়েটা নির্ধারিত জায়গায় উপস্থিত। ছেলেটা তাকে সাদরে আমন্ত্রন জানালো। যখন সে ঘরে ঢুকে বসলো, ছেলেটা বলল যে, আমাদের কিছু গেস্ট আছে, চলো তাদের স্বাগত জানাই এই বলে ছেলেটা তাদের বন্ধুদের ডাক দিলো। সাথে সাথে ৭ টা ছেলে ঘরে হুড়মুড় করে ঢুকলো। মেয়েটার মুখও সাথে সাথেই ফ্যাকাসে হয়ে গেলো। তারপর যা হবার তাই হলো, ৮ জন ছেলে মিলে মেয়েটিকে ধর্ষণ করল। এই রকম নিরব ধর্ষণ আমার ধারনা আমাদের দেশে প্রচুর ঘটে। কিন্তু নিজের ইমেজের কারনে হউক আর আমাদের সমাজের দৃষ্টিকে ভয় পেয়েই হউক অধিকাংশ সময়ইতা প্রকাশিত হয় হয় না। প্রকাশিত হলেও আইনি সুবিধার জন্য ঘটনাকে ঘুরিয়ে ছেলে গুলা মেয়েটিকে জোর পূর্বক ধরে নিয়ে গিয়েছিলো বলে প্রচার করা হয়। আমার খুব কাছের একটি মেয়ের সাথে এমন ঘটনা ঘটেছিলো। আবারও বলছি খুবই কাছের। তাকে ৬-৭ জন মিলে ধর্ষণ করেনি। তবে ৬-৭ জনের ভয় দেখিয়ে ১ জনেই ধর্ষণ করে। ছেলেটি তার বয়ফ্রেন্ড ছিল না। মাস খানেকের পরিচয়। মেয়েটি বিষয়টি শুধু আমার সাথেই শেয়ার করে। মেয়েটির মাঝে সুইসাইড টেন্ডেন্সিও ছিল। কিছু দিন আগে রাতে ফোন করে কান্নাকাটি করলে আমি তাকে ভুলে যেতে বলি। ভুলে যাওয়া কি এতই সহজ? মেয়েটির জন্য আমার পক্ষে কিছুই করা সম্ভব হয়নি। খুব ইচ্ছে ছিল ছেলেটির ঠিকানা নিয়ে নিজে থেকে বেআইনি ভাবে কিছু করবো। কিন্তু জীবনটা সিনেমা না! আমি কিছুই করতে পারিনি। আইনি ভাবে কেন কিছু করা সম্ভব না সবাই বুঝবেন। এই ছেলে গুলোকে আমার কিচুই বলার নাই। তাদের কাজ তারা করে যাবেই। তবে তাদের কারনে আমার নিজের কাছে মাঝে মাঝে ছোট ছোট লাগে!! তবে এই মেয়েগুলাকে আমার কিছু বলার আছে। আপু, আধুনিকতা খুবই ভালো। খুবই প্রয়োজনীয়ও বটে!! কিন্তু আধুনিকতার বাড়াবাড়ি কিন্তু কখনই কল্যাণ বয়ে আনে না। অনেক ক্ষেত্রেই আমি দেখেছি, আপনাদের মন-মানসিকতায় আধুনিকতা আসুক আর না আসুক আচার-আচরন আধুনিক হয়ে যায়!! মানুষকে বিশ্বাস করতে না পারলে পৃথিবীতে বেচে থাকা যায় না। কিন্তু মাত্রাতিক্ত বিশ্বাস বোকামির পর্যায়ে পড়ে। কাউকে ভালোবেসে তার সাথে আপনি অনেক কিছুই করতে পারেন। কিন্তু তার আগে আপনাকে অবশই তাকে পুরিপুরি জানতে হবে। আর ১-২ মাসের পরিচয়। আপনার জাস্ট ফ্রেন্ড তার বাসায় যেয়ে যদি এই ঘটনা ঘটে, তাহলে আমার আপনাকে আর কিছুই বলার নেই!! কারন আপনি বোকামির সীমা অতিক্রম করে অন্যায়ের পর্যায়ে চলে গেছেন। নারীবাদীরা প্লিজ দূরে থাকবেন। আগেই বলছি, ছেলে গুলোর আমার বলা কওয়ায় কিছুই যাবে আসবে না। তবে অনেক আপুই সচেতন হয়ার চান্স পাবেন বলে আমার ধারণা। আগে লেখাটি ফেসবুকে দিয়ে ছিলাম। মেয়েটির অংশ বাদ দিয়ে। কিন্তু রাতে মেয়েটি আবার ফোন দিলে খারাপ লাগছিল। তাই মনে মেয়েটির অংশ যোগ করলাম। এই লেখাটি লিখতে গেলেও রাগে আমার গা-হাত-পা জ্বলছে! কিন্তু কিছুই করার নেই! কিছুই না! Courtesy: রাশান শাহরিয়ান নিপুন
Posted on: Mon, 05 Jan 2015 13:19:04 +0000

Trending Topics



style="min-height:30px;">
#KRISTMAS NEWS! We spontaneously found out that our remix for
Assess black men are stereotyped is in our own race. The black man
Einen langen Arbeitstag (100min laufen, 30min Athletik und 3:20h
When we know who we are.. when we realize ourselves… nothing..

Recently Viewed Topics




© 2015