অবশেষে আমরা যা করতে - TopicsExpress



          

অবশেষে আমরা যা করতে পারিনি তাই করতে যাচ্ছে সুন্দরবনের গ্রামবাসী। তারা নিজেরাই ফোম দিয়ে ডুবে যাওয়া তেল অপসারন করে রক্ষা করবে সুন্দরবনের প্রকৃতি আর জীববৈচিত্র। জাতিসংঘ ঘোষিত World heritage সুন্দরবনের নৌপথে কোন যানবাহন চলার অনুমতি না দেয়ার জাতিসংঘ এবং পরিবেশবাদীদের আহবান সবত্তেও বহাল তবিয়তেই চলছিল স্বল্প এবং ভাড়ী নৌযান গুলো। সুন্দরবনের অববাহিকায় পৃথিবীর দুর্লভ মিঠাপানির ডলফিনের আস্তানা রয়েছে।বিশেষজ্ঞদের ধারনা ছড়িয়ে যাওয়া তেলের কারনে হুমকির মুখে পরতে যাচ্ছে সুন্দরবনের প্রাণিজগৎ এবং প্রাকৃতিক সৌন্দর্য। এমতাবস্থায় জাতিসংঘ আবারও সুন্দরবনে সকলপ্রকার যান্ত্রিক নৌজান চলাচল বন্ধ করার আহবান জানিয়েছে।
Posted on: Fri, 12 Dec 2014 10:10:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015