অবশেষে তামিম ইকবাল এর - TopicsExpress



          

অবশেষে তামিম ইকবাল এর ৫০-------- সময়টা একেবারেই ভালো কাটছিল না তামিম ইকবালের। আজ খুলনায় এসে নিজেকে একটু অন্যভাবেই চেনাচ্ছেন তিনি। দারুণ স্থিতধী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে দিচ্ছেন নির্ভরতা। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৮০ রান। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শামসুর রহমানের উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশ এই পর্যায়ে এসেছে তামিম ও মুমিনুলের একটা ভালো জুটির ওপর ভর করে। মাত্র ৬ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ৭২ রানের এই জুটির ওপর দাঁড়িয়ে প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ওঠে। মুমিনুল অবশ্য দলীয় ৭৮ রানে ফিরেছেন ব্যক্তিগত ৩৫ রানে। সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে তামিম অবশ্য অন্যপ্রান্ত থেকে চালিয়ে যাচ্ছেন প্রতিরোধটা। তিনি অপরাজিত 69 রানে। সাকিব আল হাসান ব্যাট করছেন 2 রান নিয়ে। জিম্বাবুয়ের পক্ষে একটি করে উইকেট তুলে নিয়েছেন এলটন চিগুম্বুরা ও তিনাশে পানিয়াঙ্গারা। ডিআরএসের কল্যাণে চিগুম্বুরা সকালে এলবির ফাঁদে ফেলেছিলেন শামসুর রহমানকে। পানিয়াঙ্গারা নিজের বলে নিজেই দারুণ এক ক্যাচ নিয়ে শেষ করে দেন মুমিনুলের সম্ভাবনাময় ইনিংস। কেনাকাটার ঝামেলা দূর করতে ঘরে বসে ভিজিট করুন: bdcost/
Posted on: Mon, 03 Nov 2014 10:10:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015