অবশেষে বংশ উদ্ধার করলাম!!! - TopicsExpress



          

অবশেষে বংশ উদ্ধার করলাম!!! :P মির্জা বংশের উৎপত্তি: বিভিন্ন ইতিহাস ও ইন্টারনেট, উকিপেডিয়া, ঐতিহাসিক বই পর্যালোচনা করে দেখা যায় মির্জা অনেক পুরাতন একটি বংশ। যা ভারতের মোগলদের হতেও পুরাতন পূর্বসূরী মঙ্গোলীয়ান Genghis Khan দাদু হতে! তবে মোগল আমল হতে সঠিক ইতিহাস জানা যায়। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর (জহির উদ্-দিন মুহাম্মদ জালাল উদ্‌-দিন বাবর) এর নয় স্ত্রী এবং নয় ছেলে, সাত কন্যা :D ছিল। পুত্রদের মধ্যে আটজনের নামে মির্জা যুক্ত করা হয়। যার অর্থ A royal or imperial Prince of the Blood. সূত্রঃ en.m.wikipedia.org/wiki/Mirza পরবর্তীতে মোগল সাম্রাজ্যের পতন হলে তার বিভিন্ন উত্তরসূরী ভারতসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পরে। Mainly পাকিস্তান, ভারত ও বাংলাদেশ। সানিয়া মির্জা, মির্জা ফকরুল, আমিও ঐ মোগল থেকে.......... :P ইস যদি ১৫৩০ সালের দিকে জন্মগ্রহণ করতাম, তাইলে দাদার বদৌলতে ভারতবর্ষ শাষাইতে পারতাম! :o কিন্তু problem হলো হুমাযুন দাদুকে নিয়ে। সে বাবরের বড় পুত্র ছিল! Mirza was a title of respect in Persia and adjoining nations. It is in use in Central Asia as Mirzayev, Mirza, Mirzayov etc. The Mughal used that title for themselves during their rule of India. A lot of Indian Muslim Mirzas can trace their lineage to the Mughals. Source: ১। bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B0 ২। geni/surnames/mirza ৩। en.m.wikipedia.org/wiki/Mirza ৪। আমার বংশের বিভিন্ন মুরব্বীদের হতে ৫। মোগল সাম্রাজ্যের বই। ৬। (Important link) en.m.wikipedia.org/wiki/Babur ৭। en.m.wikipedia.org/wiki/Timur একটু ভুল হয়েছে mainly মোগল না তাইমুর (তীমুর) রাজবংশ হতে এসেছে মির্জা বংশ। কারণ বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা,ফরগনার আমীর। ওমর শেখ মির্জা ছিলেন তাইমুর বংশীয়। তাইমুর কিন্তু Genghis Khan(চেঙ্গিস খান) এর 2nd Generation! আর বাবরের পিতা ছিলেন 6th Generation. আমি যে কত নম্বর generation......... :o
Posted on: Sat, 04 Oct 2014 10:14:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015