অবশেষে সীমান্ত দিয়ে - TopicsExpress



          

অবশেষে সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকা গাড়ি দুটি ধরা পড়লো। বাংলাদেশের মিডিয়ার আরও একটি অপপ্রচার ধরা পড়লো। তারা বলছে সীমান্ত দিয়ে ভারত হতে আসা গাড়ি দুটোতে ইলিয়াস আলী এবং হারিছ চৌধুরী ছিলেন। কিন্তু কার দুটি বাংলাদেশে নিয়ে আসে ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশী তিন নাগরিক কাবুল মিয়া, আজগর আলী ও আন্তর আলী। অন্য দেশ থেকে বাংলাদেশে গাড়ি আনতে হলে ৩০০% ট্যাক্স দিতে হয়। ধারনা করা হচ্ছে এই ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যই তাদের এই অপচেষ্টা। গাড়িগুলোর নাম্বার হচ্ছে X875 OAV এবং LV52 ZRO. দুটো নাম্বার প্লেটই ব্রিটেনের। তাই সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। নিউজ লিংকঃ bangla.bdnews24/bangladesh/article693225.bdnews
Posted on: Sat, 02 Nov 2013 01:46:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015