অবশেষে, সব নাটোকীয়তার - TopicsExpress



          

অবশেষে, সব নাটোকীয়তার অবসান । দেখতে-দেখতে প্রায়, ১ বছর শেষ । পরীক্ষার ফলাফলও দেয়া শেষ । মেডিকেল সারাজীবন, পড়াশোনা নিয়ে দৌড়ানির শেষ নাই । তাই, এই ব্যাপারে নাই বলি । ফিরে গেলাম, সেই ১৫ ফেব্রুয়ারী, আমাদের প্রথম ক্লাস । সব নতুন মুখ, সবাই এত্তগুলা কিউট... ধীরে-ধীরে, সবার সাথেই পরিচিত হতে থাকা । যতদুর মনে পড়ে, Abir Hossain এর সাথেই আমার প্রথম পরিচয় । পোলাটা খুব ই ভালো । যাইহোক, এবার বিশেষ কিছু চরিত্রের কথা বলি । কেউ মাইন্ডে নিবি না । Nazmun Nova, তোমাকে নিয়ে নতুন করে, বলার কিছু নেই । RK Roman Khan, সর্বপ্রথম প্রেমিক পুরুষ । ক্লাস শুরুর মাত্র কয়েকদিনের মাথায়, যিনি প্রেমের বৃত্তে আবদ্ধে হন ( যদিও, আমি নিজেও এই বৃত্তে বন্ধী )। এই পোলাটাও ভাল। এরপর, আরেক চমক, জীবনে দেখা তীব্র মেধাবী একটা মেয়ে, Ilma Hossain. সে জানেনা, এমন কিছুই BDS - কোর্সে নেই । এরপর, Musabbir Pappu, যার কথা না বললে, আতেল সমাজকে অপমান করা হবে । Rafea Oishe, PDC তে, আমার প্রথম মেয়েবন্ধু । তোকে আর কি বলি, প্রতিদিন, দেখা হলে, যেকোনো একটা পরীক্ষার খবর দিয়ে, আমার দিনটা নষ্ট করছিস । আল্লাহই তোর বিচার করবেন । MD Jaber, আমাদের একমাত্র এবং অতি আদরের হুজুর । আমার জানের দোস্ত । তারপর আসি, চারজন outstanding ছাত্র, অঞ্জন দাস, Anirban Himu, Sabbir Ahmad, আর আমি নিজে। Out standing, এই কারনেই, ক্লাসরুমে না থেকে, আমরা বাইরে থাকতেই বেশি পছন্দ করতাম । এরপর, Mahir Shahriyar Abir, যার ক্লাসে অনুপস্থিতি, নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে । এরপর, Wasrina Umme Atia, Anika Saba Khan, Tanjina, Chaity, Evana Sikder, Jannath Prottasha, Nusratara Siddique, Samira Salma, Irun Nahar Akhi, Manoz Bull, Sadia Afrin Dipty, Kh Atikur Rahaman, এবং পরে এসে চমক দেখানো, জ়ান্নাতুল ফেরদৌস রুমী আর মৌসুমি, যাদের Performance এর জন্য, Teacher দের কাছে, 20 ব্যাচের এত সুনাম । এদেরকে একটু বেশি ধন্যবাদ । সর্বশেষে, আমাদের সবার ভালবাসার সেই মানুষ, যার মনে রয়েছে, 20 ব্যাচের প্রতি প্রচন্ড ভালবাসা, যার কথা না বললে, ২০ ব্যাচ অসম্পুর্ণ থাকবে, The boss Mahmudur Rahman Nabin PDC- 20 ব্যাচের প্রত্যেকটা বন্ধু-বান্ধবীর জন্য, অনেক শুভকামনা আর ভালবাসা রইল...।।।
Posted on: Wed, 07 Jan 2015 16:19:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015