অবশেষে স্বপ্ন পূরণের - TopicsExpress



          

অবশেষে স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে ... রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এই প্রথম বারের মত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজন করছে ক্যারিয়ার ফেয়ার ২০১৩। আগামী ২১ এবং ২২ তারিখ রাবি পুরাতন ফোকলর চত্বরে অনুষ্ঠিত হব এই অনুষ্ঠান। প্রাণ-আরএফএল গ্রুপ, রানার গ্রুপ, রবি, সিটিসেল, এয়ারটেল সহ কমবেশি ২২টি কোম্পানি এই ফেয়ারে অংশ নিচ্ছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার গঠন বিষয়ক প্রায় ২৫-৩০ টি সেমিনার অনুষ্ঠিত হবে। ২০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করে দুইদিন প্রবেশ এবং সকল সেমিনারে অংশগ্রহণ করা যাবে। বিস্তারিত জানতে জয়েন করতে পারেন Rajshahi University Career Club গ্রুপে। হটলাইনঃ ০১৭১৭-৮৬৫১০৬ (রকিব) অংশগ্রহণকারি কোম্পানি তালিকা - ১ম কমেন্টে সম্ভাব্য সেমিনারের তালিকা - ২য় কমেন্টে ইভেন্ট লিঙ্ক - ৩য় কমেন্টে সহযোগিতায়ঃ ছাত্র উপদেষ্টা দপ্তর, রাবি গোল্ড স্পন্সরঃ এসিসিএ বাংলাদেশ, ইভেন্ট পার্টনারঃ প্রাণ-আরএফএল গ্রুপ মিডিয়া পার্টনারঃ সময় টিভি, দৈনিক সোনার দেশ, রেডিও পদ্মা, অর্থসূচক এন্টারটেইনমেন্ট পার্টনারঃ মেক ওভার ফ্যাশান
Posted on: Fri, 13 Sep 2013 18:54:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015